খালেদা জিয়াকে গ্রেপ্তারের পরোয়ানা হাতে আসেনি : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল - ফাইল ছবিস্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারে আদালতের পরোয়ানা এখনো তাঁদের হাতে এসে পৌঁছায়নি। তবে খালেদা জিয়ার কার্যালয় তল্লাশির বিষয়ে নিম্ন আদালতের সার্চ ওয়ারেন্ট মন্ত্রণালয়ে পৌঁছেছে।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে কি না-এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আইন সবার জন্য সমান। গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা আমাদের হাতে এসে পৌঁছায়নি। আদালতের নির্দেশনা হাতে এসে পৌঁছালে তা পালন করা সরকারের করণীয়। আদালতের নির্দেশনা হাতে পাওয়ার পর পরবর্তী কার্যক্রম ঠিক করা হবে।’

আগামীকাল বুধবার খালেদা জিয়ার আদালতে হাজির হওয়ার দিন। তিনি আদালতে হাজির না হলে সরকার কী করবে-এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, আদালতে হাজির হওয়া বা অনুপস্থিত থাকা তাঁর নিজস্ব ব্যাপার। আগামীকালই এ বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়া দু’বারের প্রধানমন্ত্রী ছিলেন। প্রাপ্ত সম্মানই তাঁকে দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও দেওয়া হবে।

অভিজিৎ হত্যাকাণ্ডের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি দুঃখজনক। এরই মধ্যে দু’জনকে আটক করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলছে। প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার হবে।

হত্যাকাণ্ডের সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল-এমন অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পুলিশ ২০০ গজ দূরে ছিল। আর তিনি শুনেছেন, হত্যাকারীরা অভিজিৎদের সঙ্গেই ছিল। তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।

চলমান অবরোধ-হরতাল প্রসঙ্গে আসাদুজ্জামান বলেন, ‘আইনশৃঙ্খলা স্বাভাবিক আছে। ২০-দলীয় জোট দেশকে ক্রাইসিসে ফেলতে চাইছে। কিন্তু দেশে কোনো ক্রাইসিস তৈরি হয়নি।’


প্রধান সংবাদ বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
শিরমাল রুটি শিরমাল রুটি
ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা
আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন

খালেদা জিয়াকে গ্রেপ্তারের পরোয়ানা হাতে আসেনি : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet