খালেদার কার্যালয়ের পাশে চালকদের বিরতিহীন ‘অবস্থান’

বৃহস্পতিবার দুপুর থেকে সারা দেশ থেকে আসা গাড়ির চালকরা অবস্থান নেয় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের পাশে। ছবি- নিউজ৪১গত ৫ জানুয়ারি থেকে চলা অবরোধের মধ্যে গাড়ি পোড়ানো এবং পেট্রোল বোমা ছুড়ে অগ্নিসংযোগ ও গাড়ী চালকদের পুড়িয়ে মারার প্রতিবাদে ‘বাংলাদেশের সর্বস্তরের নিরীহ গাড়ি চালক’ এর ব্যানারে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের পাশে বিরতিহীন অবস্থান কর্মসূচি শুরু করেছে পরিবহন চালকরা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাথায় কাফনের কাপড় পরে গাড়ির চালকরা অবস্থান নেয় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের পাশে গুলশান-২ চত্বরের উত্তর দিকের রাস্তায়।

দিনভর তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে হরতাল, অবরোধ, অগ্নিসংযোগ ও পুড়িয়ে মারার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। শ্লোগানের সাথে চলে গনসঙ্গীত। আর সবার হাতেই রয়েছে হরতাল অবরোধ বন্ধের দাবিতে লেখা রঙ বেরঙের প্ল্যাকার্ড।

পুড়ে যাওয়া গাড়ি রাস্তায় রেখে প্রতিবাদ জানায় চালকরা। ছবি- নিউজ৪১কর্মসূচীতে নিউজ৪১’র কথা হলো এক কারচালকের সঙ্গে। দুলাল নামে ওই চালক জানায়,”আমাদের জীবন ও জীবিকার নিরাপত্তার দাবিতে এখানে জড়ো হয়েছি। আমরা দল মত নির্বিশেষে সারা বাংলাদেশ থেকে সকলশ্রেণীর চালকরা এখানে যোগ দিয়েছি এবং হরতাল, অবরোধ, অগ্নিসংযোগ বন্ধ না হলে আমৃত্যু এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করব।”

রাস্তার উপরে চাটাই বিছিয়ে কেউ শুয়ে আছেন, কেউবা শ্লগানে কণ্ঠ মেলাচ্ছেন, কেউবা কাল সকালে পরিবারের মুখে খাবার উথবে কি না সেই চিন্তায় মগ্ন হয়ে আছেন।

কর্মসূচীতে অংশ নেয়া চালকরা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচী চালিয়ে যেতে তারা দৃঢ় প্রতিজ্ঞ এবং যে কোন মুল্যে সেটাকে শান্তিপূর্ণ রাখতে চান তারা।

তবে কর্মসূচির পাশে দায়িত্বরত পুলিশ সদস্যদের কেউ এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হয়নি।


ছবি ঘর বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
শিরমাল রুটি শিরমাল রুটি
ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা
আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন

খালেদার কার্যালয়ের পাশে চালকদের বিরতিহীন ‘অবস্থান’
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet