মাইকেল ক্লার্কের শেষ ওয়ানডে কাল

মাইকেল ক্লার্কের শেষ ওয়ানডে কাল। ছবি - গেটি ইমেজওয়ানডে ক্যারিয়ারের সমাপ্তি টানার ঘোষণা আনুষ্ঠানিকভাবে দিয়ে ফেলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। নিউজিল্যান্ডের বিপক্ষে এবারের বিশ্বকাপের ফাইনালটাই হবে ক্লার্কের ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন ৩৩ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। তবে টেস্ট ক্রিকেটটা আরো কিছুদিন খেলে যাবেন বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় শনিবার সংবাদ সম্মেলনে ক্লার্ক বলেছেন, ‘আগামীকাল (রবিবার) অস্ট্রেলিয়ার হয়ে আমি শেষ ওয়ানডে খেলব। আমি সতীর্থ জেমস স্টুয়েরল্যান্ড, রড মার্শ ও ড্যারেন লেম্যানের সঙ্গে কথা বলেছি। আর বলেছি যে এটাই আমার শেষ ওয়ানডে।’

এখনই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সেরা সময় জানিয়ে ক্লার্ক বলেছেন, ‘চার বছর আগে ওয়ানডে দলের অধিনায়কত্বের সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে হয়। বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য এটা সত্যিই খুব ভালো হয়েছে। আমি মনে করি অস্ট্রেলিয়ার পরবর্তী অধিনায়কেরও এই সুযোগ পাওয়া উচিত। আমার মনে হয় না যে আমি পরবর্তী বিশ্বকাপ খেলার মতো ফিট থাকতে পারব। কাজেই আমার মনে হয়েছে যে এখনই সরে দাঁড়ানোর সবচেয়ে ভালো সময়।’

বিশ্বকাপটা জিততে পারলে একদিনের ক্রিকেট থেকে বিদায়টা দারুণভাবে স্মরণীয় করে রাখতে পারবেন ক্লার্ক। বিদায়টা রঙিন হবে কি না, সেটা অবশ্য রোববারের ফাইনাল শেষেই জানা যাবে।তবে অস্ট্রেলিয়াকে গত বিশ্বকাপের চেয়ে অনেক ভালো অবস্থানে নিয়ে যেতে পারায় সন্তুষ্ট ক্লার্ক বলেন, ‘আমার মনে হয় আমি একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়াকে অনেক ভালো অবস্থায় রেখে যাচ্ছি। গত বিশ্বকাপে আমরা কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছিলাম। এবার আমরা ফাইনালে আসতে পেরেছি। আর আশা করছি যে আগামীকাল ফাইনালেও আমরা সাফল্য পাব।’

টেস্ট ক্যারিয়ারটা যেন আরো দীর্ঘ করতে পারেন, সে জন্যই একদিনের ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন বলেও জানিয়েছেন ক্লার্ক। তিনি বলেন, ‘আশা করছি আমি আমার টেস্ট ক্যারিয়ারটা দীর্ঘ করতে পারব। টেস্টে সাফল্যের সঙ্গে খেলে যাওয়াটা অবশ্যই আমার কাছে অগ্রাধিকার পাবে। আমার মনে হয় ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ফলে আমি টেস্টে সেরা সুযোগটা পাব।’

২০০৩ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর অস্ট্রেলিয়ার হয়ে ২৪৪টি ওয়ানডে খেলে সাত হাজার ৯০৭ রান করেছেন ক্লার্ক। করেছেন আটটি শতক ও ৫৭টি অর্ধশতক। ৭৩ ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়ে জিতেছেন ৪৯টিতে।


CWC-15 Parent বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
শিরমাল রুটি শিরমাল রুটি
ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা
আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন

মাইকেল ক্লার্কের শেষ ওয়ানডে কাল
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet