তারকাদের দিকেও তীর!

ফাইল ছবিপুরো বিশ্বকাপে বাংলাদেশ অসাধারণ খেলেছে; তবে গুরুত্বপূর্ণ ম্যাচে (বৃহস্পতিবারের কোয়ার্টার ফাইনালে) এসে এমন ভরাডুবি মেনে নিতে পারছেন না বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। এই হারের পেছনে বাজে আম্পায়ারিংয়ের সঙ্গেও দলের সিনিয়রদের দিকে তীর ছুঁড়েছেন তিনি।

বাজে আম্পেয়ারিংয়ের বিরুদ্ধে আপিল করবেন কীনা এমন প্রশ্নে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘এর বিরুদ্ধে আপিল তো হবেই। তাতে করে খেলার রেজাল্ট বদলাবে না। আমি মনে করি, এই ধরনের গুরুত্বপূর্ণ ম্যাচে একটি ভুল সিদ্ধান্ত পার্থক্য গড়ে দিতে পারে। আর সেই জায়গায় একাধিক সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। এটা সারা পৃথিবী দেখেছে। শুধু বাংলাদেশ নয়; বাইরে থেকেও আমি প্রচুর মেসেজ পেয়েছি। যারা নাকি সত্যিই খুব কষ্ট পেয়েছে।’

পাশাপাশি নাজমুল হাসান পাপন তারকা ক্রিকেটারদের দায়বদ্ধ করেছেন। বৃহস্পতিবার ম্যাচ শেষে মেলবোর্নে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আজকের ম্যাচের আগে আমরা ভালই পারফরম্যান্স করে এসেছি। সবার মধ্যে খুব সাহস ছিল।ক্রিকেটারদের মধ্যে বিশ্বাস জন্মেছিল যে; তারা যে কোনো দলকেই হারাতে পারবে। দলে নতুন খেলোয়াড় আসাতেই হয়তো এই পরিববর্তন হয়েছে।’

তিনি আরও যোগ করেছেন, ‘সাধারণত যা হয়। প্রায় সবগুলো জয়ী ম্যাচে রান করেছে আমাদের রিয়াদ-মুশফিক। প্রতিদিন রিয়াদ-মুশফিক রান নাও করতে পারে। সেদিন কি হবে? দূর্ভাগ্যবশত আজকেই সে দিন ছিল। অথচ দিনটা আমাদের খুব দরকার ছিল। কিন্তু ওরা ছাড়াও আজকে(বৃহস্পতিবার) দায়িত্ব নেওয়ার কথা ছিল অন্যদের; কিন্তু অন্যরা দায়িত্বটা নিতে পারেনি ঠিকমতো। পুরো বিশ্বকাপে আমাদের যাদের ওপর আস্থা-ভরসা ছিল তারা কেউই সেই ধরনের কন্ট্রিবিউশন করতে পারেনি।’

তাদের নামগুলো কি পরিষ্কারভাবে বলা যায় এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘নাম বলার দরকার নেই; আমাদের যারা তারকা খেলোয়াড় আছে তাদের কথাই বলছি। তামিম এক ম্যাচে ভাল স্কোর করেছে। যদিও আজকে ভাল শুরু করেছিল। একজন ওপেনার আমরা সব সময় মিস করেছি। ইমরুল কায়েস ৩টি ম্যাচই হতাশাজনক পারফরম্যান্স করেছে। সাকিব তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। নিউজিল্যান্ডের সঙ্গে ভাল বোলিং করেছিল। এবং সেই জেতা ম্যাচটা আমরা হেরে গেছি। কাজেই আমরা বলতে পারি, আমাদের প্রধান খেলোয়াড়রা পারফরম্যান্স করতে পারেনি। রিয়াদকে দোষ দেওয়া যাচ্ছে না। তার আউটটা সন্দেহজনক ছিল। ওভারঅল দলের পারফরম্যান্স ভালই হয়েছে; তবে একটি দিন খারাপ যেতেই পারে। দূর্ভাগ্যজনক আজকের ম্যাচটাই খারাপ হয়েছে।’


ছবিঘর বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
শিরমাল রুটি শিরমাল রুটি
ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা
আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন

তারকাদের দিকেও তীর!
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet