সবাই দেখেছে আমি কিছু কথা বলব না : মাশরাফি

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা‘প্রত্যেকেই দেখেছেন মাঠে কী হয়েছে। আমি এ নিয়ে কোনো কথা বলব না ‘- ভারতের বিরুদ্ধে কোয়ার্টার-ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে মোড় ঘুরিয়ে দেয়া বলটি নিয়ে খুব বেশি কথা বলতে চাননি মাশরাফি বিন মুর্তজা।

বৃহস্পতিবার ভারতের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে রোহিত শর্মার শতকে ১০৯ রানে হারে বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড় রোহিত ৯০ রানে আম্পায়ারের বদান্যতায় জীবন পান। এরপর ২৪ বলে আরো ৪৭ রান করেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফিকে প্রশ্ন করা হয়, সুরেশ রায়নার এলবিডব্লিউ, রোহিতের ‘নো’ বলে আউট হওয়া থেকে বেঁচে যাওয়ার মতো আম্পায়ারের সিদ্ধান্তগুলো বিপক্ষে যাওয়ায় বাংলাদেশের খেলা প্রভাবিত হয়েছে কী না।

মাশরাফির জবাবটা ছিল খুব সংক্ষিপ্ত। “মাঠে কি হয়েছে, সবাই দেখেছে। আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না।”

দারুণ বোলিং করে ভারতকে চাপে রেখেছিল বাংলাদেশ। ব্যাটিং পাওয়ার প্লেতে (৩৬-৪০) রানের গতি বাড়াতে মরিয়া ছিল ভারত। এই সময়ে একটা উইকেট ভীষণ দরকার ছিল মাশরাফিদের।

“ভারতের বিপক্ষে সব সময়ই উইকেট নিতে হবে, নয়তো কাজটা খুব কঠিন হবে। সে সময়ে রোহিত আউট হলে খুব ভালো হত।”

‘নো’ বল নিয়ে প্রশ্ন করে আরেকজন জানতে চান, মাশরাফিদের মনে হয়েছিল কী না, আইসিসি অন্য দিনের চেয়ে তাদের ভিন্ন চোখে দেখেছে।

“আমার মনে হয়, এখানে এর উত্তর দেয়া ঠিক হবে না। আমার আসলে এখানে আলাদাভাবে কিছু বলার নাই। আমাদের সেই সময় একটা উইকেট খুব দরকার ছিল। আমরা ওদের খুব চাপেই রেখেছিলাম। উইকেট হয়েছিল, কিন্তু নো বল কল করেছে আম্পায়ার। বাদ বাকি যে প্রশ্ন ছিল, আমার মনে হয় না এখানে আমার উত্তর দেয়া উচিত।”

ভারত ইনিংসের ৪০তম ওভারে আম্পায়ার আলিম দার ও ইয়ান গৌল্ডের বিতর্কিত সিদ্ধান্তে বেঁচে যান রোহিত। ফুলটস দিয়েছিলেন রুবেল হোসেন; বলটিতে বাউন্ডারি মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন রোহিত। কিন্তু বলটি কোমরের ওপরে ছিল উল্লেখ করে লেগ আম্পায়ার দার বোলিং প্রান্তে থাকা ইয়ান গৌল্ডকে ‘নো’ বলের সঙ্কেত দেন।

ইংল্যান্ডের আম্পায়ার গৌল্ড তখন ‘নো’ ডাকলে বিস্ময়ে হতবাক হয়ে যান বাংলাদেশের ক্রিকেটাররা।


CWC-15 Parent বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
শিরমাল রুটি শিরমাল রুটি
ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা
আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন

সবাই দেখেছে আমি কিছু কথা বলব না : মাশরাফি
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet