চমক দেখাল রুবেল : হ্যাপি

আজকের খেলায় রুবেলের সাফল্যে দারুণ উচ্ছ্বসিত মডেল-অভিনেত্রী হ্যাপি - ফাইল ছবিক্রিকেটার রুবেলের সাফল্যে দারুণ উচ্ছ্বসিত মডেল, অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। সোমবার ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টাল ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। গুরুত্বপূর্ণ সময়ে চারটি উইকেট নিয়ে বাংলাদেশের দারুণ জয়ের প্রধান নায়ক নিশ্চিতভাবেই এই ডানহাতি পেসার।

সারা বাংলাদেশের মানুষের মুখে এখন রুবেলের জয়ধ্বনি। রুবেলের এই সাফল্যে দারুণ খুশি হ্যাপি। তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় এই অভিনেত্রী বলেন, ‘আমি অনেক খুশি। এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। পরিবারের সবাইকে নিয়ে বাসায় শুরু থেকেই খেলা দেখেছি। রুবেলের বোলিংয়ে জয় নিশ্চিত হয়েছে। এটা আমার জন্য অনেক আনন্দের।’

হ্যাপি আরও বলেন, ‘খেলার শেষের দিকে মনে হচ্ছিল হেরে যাচ্ছি। শেষ দুই উইকেট নিয়ে চমক দেখিয়েছে রুবেল। রুবেলের এই চমকে দেওয়া সাফল্যের জন্য আমি গর্বিত। আমি ভাষা হারিয়ে ফেলেছি।’

হ্যাপি আরও বলেন, ‘বাসার সবাইকে আজ রান্না করে খাওয়াব।’

এদিকে ম্যাচশেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কণ্ঠেও ঝরল রুবেলের প্রশংসা। মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে হাস্যোজ্জ্বল মুখে মাশরাফি বললেন, ‘রুবেল ইজ ভেরি হ্যাপি নাউ।’

৬৩ রানের ইনিংস খেলে ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছিলেন ইংলিশ ওপেনার ইয়ান বেল। ২৭তম ওভারে বেল ও অধিনায়ক ওয়েন মরগানকে আউট করে ইংল্যান্ডকে জোড়া ধাক্কা দিয়েছিলেন রুবেল। ম্যাচের শেষপর্যায়ে আবার তীরে এসে তরী ডোবার আশঙ্কা ভর করেছিল বাংলাদেশ শিবিরে। জয়ের জন্য শেষ ১৮ বলে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩১ রান। ৪৮তম ওভারে তাসকিনের বলে ক্রিস ওকসের ক্যাচ ফেলে দিয়ে বাংলাদেশের সমর্থকদের হতাশায় ডুবিয়ে দিয়েছিলেন তামিম। শেষ ১২ বলে ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ১৬ রান। হাতে ছিল দুই উইকেট।

শ্বাসরুদ্ধকর এই মুহূর্তে আবার জ্বলে ওঠেন রুবেল। ৪৯তম ওভারে দারুণ বোলিং করে ২৬০ রানে গুটিয়ে দেন ইংল্যান্ডের ইনিংস। নিজের শেষ ওভারে স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনকে বোল্ড করে বাংলাদেশকে এনে দেন ১৫ রানের দারুণ এক জয়। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। আর প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয় ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ড।


আলোচিত বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
শিরমাল রুটি শিরমাল রুটি
ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা
আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন

চমক দেখাল রুবেল : হ্যাপি
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet