বাটলার-জর্ডানের বিদায়ে উজ্জীবিত বাংলাদেশ…ইংল্যান্ড ৪৮ ওভারে ২৪৫/৮

৮ উইকেটের পতন ইংল্যান্ডের - এপিজস বাটলারকে কট বিহাইন্ড করে বাংলাদেশকে খেলায় ফিরিয়েছেন তাসকিন আহমেদ। ৭৫ রানের সপ্তম উইকেট জুটি ভেঙে দিয়েছেন তিনি। পরের বলেই রানআউট হয়েছেন ক্রিস জর্ডান। ২৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৮ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২৪৫/৮। জয়ের জন্য ১৮ বলে ইংল্যান্ডের দরকার ৩১ রান, হাতে আছে ২ উইকেট।

৩৬তম ওভারে বাংলাদেশকে ষষ্ঠ সাফল্য এনে দেওয়ার কৃতিত্ব অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। মাশরাফির বলে কট বিহাইন্ড হয়ে গেছেন জো রুট।

এর আগে ৩০তম ওভারে বাংলাদেশকে পঞ্চম সাফল্য এনে দিয়েছেন তাসকিন আহমেদ। জেমস টেলরকে স্লিপে ইমরুল কায়েসের ক্যাচ বানিয়েছেন তিনি।

২৭তম ওভার রুবেল হোসেনের জোড়া শিকারে উজ্জীবিত বাংলাদেশ। ঐ ওভারের প্রথম বলে ইয়ান বেলকে (৬৩) কট বিহাইন্ড করেন রুবেল। ওভারের চতুর্থ বলে ডিপ ফাইন লেগে ইংল্যান্ড অধিনায়ক ওয়েন মরগানের ক্যাচ দারুণ দক্ষতায় মুঠোবন্দি করেন সাকিব আল হাসান। ২৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭ ওভারে ইংল্যান্ডের স্কোর ১২৩/৪। ১১ রান করে উইকেটে আছেন জো রুট।

অষ্টম ওভারেই প্রথম সাফল্য পেয়েছে বাংলাদেশ। রানআউট হয়ে গেছেন মইন আলী (১৯)। দ্বিতীয় উইকেটে ৫৪ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন ইয়ান বেল ও অ্যালেক্স হেলস। কিন্তু ২০তম ওভারে ২৭ রান করা হেলসকে আউট করে বাংলাদেশকে খেলায় ফিরিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। তবে মাহমুদউল্লাহর রেকর্ড সৃষ্টি করা সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের লড়াকু ৮৯ রানে লড়াইয়ের পুঁজি পেতে সমস্যা হয়নি টাইগারদের।৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৭৫ রান করে বাংলাদেশ। সঙ্গে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন মাহমুদউল্লাহ, যেটার জন্য সবচেয়ে পরের দল হিসাবে ৩০তম ম্যাচ পর্যন্ত অপেক্ষা কতে হলো টাইগারদের। ১৩৮ বলে ১০৩ রান করা মাহমুদউল্লাহর ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিও এটা।

এ রেকর্ডে ১ নম্বর দল ইংল্যান্ড, যারা বিশ্বকাপের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি তুলে নেন। আর বাংলাদেশের উপরে আছে শ্রীলঙ্কা, যাদের লাগে ২৮ ম্যাচ বিশ্বকাপে প্রথম সেঞ্চুরির জন্য।

অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে টসে হেরে ব্যাট করতে নেমে খেলার প্রারম্ভেই পেসার জেমস অ্যান্ডারসনের বোলিংয়ে নাকাল হয়েছে বাংলাদেশ। ভাল শুরুর আগে সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল (২) ও ইমরুল কায়েস (২)। তাদের বিদায়ের পর দলের হাল ধরেছেন মাহমুদউল্লাহ ও সৌম্য সরকার।

মূলত মাহমুদউল্লাহ ও মুশফিকের ব্যাটিংয়েই লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ। ভাল খেলেছেন সৌম্য সরকার। মুশফিকের সংগ্রহ ৭৭ বলে ৮৯ রান, আর সৌম্যের সংগ্রহ ৪০ রান। শেষ অবধি ৭ উইকেটে ২৭৫ রান করেছে বাংলাদেশ।

১ম ইনিংসের সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২৭৫/৭, ওভার ৫০ (মাহমুদউল্লাহ ১০৩, মুশফিকুর ৮৯, সৌম্য ৪০, তামিম ২, সাকিব ২; অ্যান্ডারসন ২/৪৫)

বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, আরাফাত সা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

ইংল্যান্ড দল : ইয়ন মর্গান (অধিনায়ক), মঈন আলী, ইয়ান বেল, হালেস, জো রুট, টেলর, বাটলার, ওয়াকেস, জর্ডান, ব্রড ও অ্যান্ডারসন।


CWC-15 Parent বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
শিরমাল রুটি শিরমাল রুটি
ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা
আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন

বাটলার-জর্ডানের বিদায়ে উজ্জীবিত বাংলাদেশ…ইংল্যান্ড ৪৮ ওভারে ২৪৫/৮
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet