রাত পেরলেই বাংলাদেশের ইতিহাস গড়ার ম্যাচ

ম্যাচ শুরু সকাল সাড়ে ৯টায়বিশ্বকাপে আগামীকাল সোমবার ‘সেরা ৮’এ যাওয়ার ম্যাচে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড। কাল জিতলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত টাইগারদের।

বাংলাদেশ ইতোমধ্যে চারটি ম্যাচে অংশ নিয়েছে। এর মধ্যে জিতেছে দু’টিতে, হেরেছে একটিতে, পরিত্যক্ত হয়েছে একটি। সবমিলিয়ে বাংলাদেশ ৫ পয়েন্ট নিয়ে এখন পুল ‘এ’র পয়েন্ট তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে বাংলাদেশের ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সাথে দু’টি ম্যাচের মধ্যে একটিতে জিততে হবে।

অপরদিকে ইংল্যান্ড চারটি ম্যাচ খেলে তিনটিতে হেরে রয়েছে চরম চাপে। যেমন চাপে রয়েছে খেলোয়াড়রা, ঠিক একই ধরনের চাপে রয়েছে ইংলিশদের কোচ ও কর্মকর্তারা। সেই চাপকেই কাজে লাগিয়ে জয় ছিনিয়ে আনতে চায় টাইগাররা।

ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনালে উঠতে হলে বাংলাদেশ ও আফগানিস্তানের সাথে দু’টি ম্যাচের মধ্যে দু’টিতেই জিততে হবে।আইসিসিরর সহযোগী দেশ আফগানিস্তান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাতের বাদ পড়ার হিসেব ইতোমধ্যে হয়ে গেছে। অন্যদিকে জিম্বাবুয়েরও বাড়ি ফেরার বিষয়টি নিশ্চিত। এখন এসব দলের সঙ্গে একসাথে বাড়ি ফিরতে চায় না ইংল্যান্ড। যেকোনোভাবে তারা বাংলাদেশ ও আফগানিস্তানকে হারাতে চায়।

টাইগাররাও ইংলিশদের স্বপ্ন কোনোভাবেই বাস্তবায়ন হতে দিতে চায় না। তাদের প্রধান লক্ষ্য ইংল্যান্ডই। ইংলিশদের কাল হারালেই বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। ইংল্যান্ডের সাথে হারলে অপেক্ষায় থাকতে হবে নিউজিল্যান্ডের সাথে ম্যাচটি নিয়ে। কিন্তু সেটি বাংলাদেশের জন্যে একটু কঠিনই হবে।

ঘরের মাটিতে নিউজিল্যান্ড এমনিতেই কাউকে পাত্তা দিচ্ছে না। পাঁচটি ম্যাচ খেলে তারা পাঁচটিতেই জিতেছে। সুতরাং, যা করার ইংল্যান্ডের বিরুদ্ধেই করতে হবে।

বাংলাদেশ বিশ্বকাপে কখনও নকআউট পর্বে অংশ নিতে পারেনি। কিন্তু এবার সেই সুযোগটি দরজায় কড়া নাড়ছে। এটি কোনোভাবেই হাতছাড়া করতে চায় না সাকিব-মাশরাফিরা।

গত বিশ্বকাপে চট্টগ্রামে ইংল্যান্ডের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছিল বাংলাদেশ। তারপর আর ইংলিশদের বিরুদ্ধে কোনও ম্যাচ খেলা হয়নি টাইগারদের। গত বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও কোনও ম্যাচ খেলেনি বাংলাদেশ। বাংলাদেশের এবারের বিশ্বকাপ স্কোয়াডের খেলোয়াড়দের মধ্যে আটজন ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও ম্যাচ খেলেনি।

বাংলাদেশের তামিম ইকবালই একমাত্র ব্যাটসম্যান যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন। গত ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধেও তিনি ৯৫ রানের একটি বড় ইনিংস খেলে বাংলাদেশ দলের জয় এনে দিয়েছেন। বাংলাদেশ গত ৩ ম্যাচের মধ্যে ২টিতে জয় পেয়েছে। তাছাড়া বিশ্বকাপ শুরুর আগে ঘরের মাটিতে জিম্বাবুয়েকে ৩ ম্যাচ টেস্ট ও ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে। কিন্তু ইংল্যান্ড বিশ্বকাপে গত চার ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটিতে। বিশ্বকাপ শুরু আগে থেকেই অনেক ম্যাচে হেরে মানসিকভাবে দুর্বল হয়েছে তারা।

বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসে এটি একটি বড় ম্যাচ। আমরা যদি এটি জিততে পারি তাহলে সেটি আমাদের সবার জন্যে স্মৃতি হয়ে থাকবে।

ইংলিশ কোচ পিটার মুর বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলে তারা সবাই অভিজ্ঞ। কাউকে খাঁটো করে দেখার সুযোগ নেই। আন্তর্জাতিক ক্রিকেট মানেই চাপ মোকাবেলা করা।

বাংলাদেশ (সম্ভাব্য) স্কোয়াড: তামিম ইকবাল, ইমরুল কায়েস/সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি।

ইংল্যান্ড (সম্ভাব্য) স্কোয়াড: ইয়ান বেল, মঈন আলী, গ্যারি ব্যালান্স, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), জেমস টেইলর, জস বাটলার (উইকেটরক্ষক), ক্রিস ওয়েকস, ক্রিস জর্ডান, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।


বিশ্বকাপ নিউজ বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
শিরমাল রুটি শিরমাল রুটি
ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা
আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন

রাত পেরলেই বাংলাদেশের ইতিহাস গড়ার ম্যাচ
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet