কেজরিওয়ালকে মোদির অভিনন্দন

অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিদিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির (এএপি) বিজয়ে দলটির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মঙ্গলবার সকালে তিনি এ অভিনন্দন জানান। খবর এনডিটিভির।

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাওয়া কেজরিওয়ালের উদ্দেশে মোদি লেখেন, “কেজরিওয়ালের বিজয়ে তাকে অভিনন্দন জানাচ্ছি। আমি নিশ্চিত করছি, দিল্লির উন্নয়নে কেন্দ্র পূর্ণ সহযোগিতা করবে।”

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, প্রধানমন্ত্রীর অভিনন্দনের জবাবে তার সঙ্গে শিগগিরই চা পানের কথা বলেছেন কেজরিওয়াল।

এর প্রায় এক বছর পর ৭ ফেব্রুয়ারি শনিবার মহা ধুমধামে অনুষ্ঠিত হয় ভারতের দিল্লির বিধানসভার ভোট গ্রহণ। নির্বাচনে দিল্লির এক কোটি ৩৩ লাখ ভোটারের মধ্যে ৬৫ শতাংশ ভোট দেন।

গত শনিবার অনুষ্ঠিত ভোটের ফল মঙ্গলবার সকালে ঘোষণা করা হচ্ছে। ঘোষিত সর্বশেষ ফলাফলে ৭০ টি আসনের মধ্যে আম আদমি পার্টি এগিয়ে আছে ৬৭ টি আসনে। অপরদিকে কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর বিজেপি মাত্র ৩টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস কোন আসন পায়নি।

ভারতজুড়ে মোদী নিশান উড়িয়ে উড়তে থাকা বিজেপি’র জন্য দিল্লির ফলাফল দুঃস্বপ্নের মতো।

মাত্র নয়মাস আগে দিল্লির লোকসভার সাতটি আসনেই জয় পেয়েছিল বিজেপি প্রার্থীরা, ২০১৩’র ডিসেম্বরে অনুষ্ঠিত বিধানসভার নির্বাচনে ৩১ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ দল হয়েছিল।

অপরদিকে মাত্র ১৩ মাস আগেও দিল্লির ক্ষমতায় থাকা কংগ্রেস দিল্লির বিধানসভা থেকে মুছে যাচ্ছে, দলটি একটি আসনেও এগিয়ে নেই।

২০১৩ সালে দিল্লির বিধানসভা নির্বাচনে তাক লাগিয়ে দিয়েছিল রাজনীতিতে নবাগত মুখ এএপি। তবে ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তৎকালীন কেন্দ্রের ক্ষমতাসীন কংগ্রেসকে নিয়ে সরকার গঠন করে দলটি। আর মুখ্যমন্ত্রী হন কেজরিওয়াল। কিন্তু সে সময় কংগ্রেস সরকার দুর্নীতিবিরোধী জন লোকপাল বিল পাস না করায় শপথগ্রহণের ৪৯ দিনে মাথায় বিধানসভা ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করেন তিনি।


শীর্ষ খবর বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
শিরমাল রুটি শিরমাল রুটি
ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা
আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন

কেজরিওয়ালকে মোদির অভিনন্দন
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet