পদত্যাগের ঘোষণা আইসিসি প্রেসিডেন্টের

অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে কোনো দ্বিধা না করেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সংস্থাটির প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামাল।

‘১৬ কোটি মানুষকে ছোট করে আইসিসি প্রেসিডেন্টের পদ আঁকড়ে থাকতে পারিনা’ পদত্যাগের ঘোষণা দিয়ে আইসিসি’র প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামাল। ফাইল ছবিবিমান বন্দরে অবতরণের পর কান্নাজাড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার পদত্যাগপত্র প্রস্তুত। এখন যা কিছু বলব তা হবে আইসিসির সাবেক সভাপতি হিসেবে আমার বক্তব্য।’

থাই এয়ার ওয়েজের একটি ফ্লাইটে বুধবার দুপুর ১২ টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী ও সাবেক বিসিবি সভাপতি। সেখানেই আইসিসিতে তার পরবর্তী অবস্থান নিয়ে সাংবাদিকদের সঙ্গে নিজের বক্তব্য তুলে ধরেন।

ক্রিকেটের শীর্ষ সংস্থার প্রেসিডেন্ট এসময় জানান, ১৬ কোটি মানুষকে ছোট করে আইসিসি প্রেসিডেন্টের পদ আঁকড়ে থাকতে পারেন না তিনি।

তিনি বলেন, “আইসিসির গঠনতন্ত্রের ৩.৩(বি) ধারা অনুযায়ী আইসিসি আয়োজিত সকল টুর্নামেন্টের ট্রফি বিজয়ী দলকে প্রদানের এখতিয়ার সভাপতির। কিন্ত আমাকে এই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ফাইনালের আগের দিন আনঅফিসিয়াল মিটিংয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে আমার দেওয়া বক্তব্য প্রত্যাহার করা অথবা ওই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলা হয়েছিল আমাকে। কিন্তু দেশের ১৬ কোটি মানুষের আবেগ এবং আমাদের ক্রিকেটের স্বার্থে আমি এ দুটির কোনোটিতেই রাজি হইনি। কারণ আমি ভুল কিছু বলিনি।”

মুস্তফা কামাল আরও অভিযোগ করেন, “কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে জায়ান্ট স্ক্রিনে জিতেগা জিতেগা, ইন্ডিয়া জিতেগা কথাটি ভেসে উঠছিল। এ ছাড়াও ম্যাচে কোনো স্পাইডার ক্যামেরাও ছিল না। আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি আইসিসির সিইওকে জানাই। এর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

একাদশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে আম্পায়ারের ‘বিতর্কিত’ ভুমিকার কঠোর সমালোচনা করেন মুস্তফা কামাল। একই কারণে আইসিসিরও সমালোচনা করেন তিনি।

মুস্তফা কামালের এই বক্তব্যে রুষ্ট হয়েছেন আইসিসির অন্য কর্মকর্তারা। বিশেষ করে সংস্থাটির ক্ষমতাধর ভারতীয় চেয়ারম্যান নারায়ণস্বামী শ্রীনিবাসন বেশি ক্ষুব্ধ।

যে কারণে গত ২৯ তারিখ রোববার অনুষ্ঠিত একাদশতম বিশ্বকাপ বিজয়ী অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন মাইকেল ক্লার্কের হাতে বিশ্বকাপ ট্রফি আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে মুস্তফা কামালের তুলে দেওয়ার কথা থাকলেও তা তুলে দেন শ্রীনিবাসন।

ইতিহাস বলে, আইসিসি প্রেসিডেন্ট সাধারনত বিশ্বকাপ জয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। একজন রাষ্ট্রপ্রধান হিসেবে ১৯৯৬ বিশ্বকাপ ফাইনালে ট্রফি দিয়েছিলেন বেনজির ভুট্টো। তাছাড়া ১৯৯২ সালে যেমন ইমরান খানের হাতে ট্রফি তুলে দেন তখনকার আইসিসি প্রেসিডেন্ট কলিন কাউড্রি। গতবার (২০১১) ধোনির হাতে কাপ তুলে দেন শারদ পওয়ার। ১৯৯৯ সালে জগমোহন ডালমিয়া। এই পরম্পরা মেনে বিশ্বকাপের একাদশ এই আসরের ট্রফি জয়ী দলের হাতে তুলে দিবেন আইসিসি প্রেসিডেন্ট এটাই ছিল স্বাভাবিক।

শ্রীনিবাসনের এমন আচরণ নিয়ে ক্রিকেটের অধিকাংশ দেশই ক্ষুব্ধ। এখন গঠনতন্ত্র ভেঙে পুরস্কার বিতরণ করাতে তারাও নড়েচড়ে বসেছেন। ফাইনালে পুরস্কার বিতরণ নিয়ে ভারতীয় মিডিয়াও শ্রীনিবাসনের সমালোচনা করেছে।

কলকাতার দৈনিক আনন্দ বাজার উল্লেখ করেছে, ফাইনালের আগের দিন এ নিয়ে কামাল ও শ্রীনিবাসনের তর্ক হয়। কামাল জানতে চান, কি কারণে গঠনতন্ত্র লঙ্ঘন করে তাকে ট্রফি বিতরণ থেকে বঞ্চিত করা হচ্ছে। এরপরও শ্রীনিবাসন তা কর্ণপাত করেননি।

টেলিগ্রাফ উল্লেখ করেছে, আইন ভেঙে শ্রীনিবাসন ফাইনালের ট্রফি দিয়েছেন। এ জন্য আইসিসির সভাপতি যদি মামলার আশ্রয় নেন, তাহলে নিবাসনের ফেঁসে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে শুধু বাংলাদেশ নয়, ক্রিকেট খেলুড়ে অনেক দেশই ক্ষুব্ধ। এ জন্য তারা কামালকে সমর্থন দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।

উল্লেখ্য, গত বছর মুস্তফা কামাল দায়িত্ব গ্রহণের আগেই আইসিসি সভাপতির প্রায় সব নির্বাহী ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। নির্বাহী ক্ষমতা সম্পন্ন চেয়ারম্যানের একটি পদ নতুনভাবে সৃষ্টি করা হয়েছে। সেই পদেই আছেন শ্রীনিবাসন। গত বছর আইসিসির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া মুস্তফা কামালের মেয়াদের বাকি আছে আরও তিন মাস।


CWC-15 Parent বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
শিরমাল রুটি শিরমাল রুটি
ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা
আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন

পদত্যাগের ঘোষণা আইসিসি প্রেসিডেন্টের
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet