দেখা করেছেন স্বজনরা

খালেদার কার্যালয় পরিস্থিতি!

খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়। ফাইল ছবি স্বাভাবিক রয়েছে গুলশান-২ এ ৮৬ নম্বর সড়কে অবস্থিত খালেদার কার্যালয় ও তার আশপাশের পরিস্থিতি। অতিরিক্তি পুলিশ মোতায়েন নেই। কার্যালয়ের সামনের রাস্তায় যানচলাচল স্বাভাবিক ও অব্যহত রয়েছে। তবে দুপুরের পর কিছু অতিরিক্ত সাদা পশাকের গোয়েন্দা পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে সন্ধার পর এসেছেন তার স্বজনরা। বুধবার পৌনে ৮টার দিকে প্রবেশ করেন খালেদা জিয়ার ভাই প্রয়াত সাঈদ ইস্কানদারের স্ত্রী নাসরিন ইস্কানদার। তার কয়েক মিনিট পরেই প্রবেশ করেন খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালেদা জিয়ার জন্য অানা খাবার কার্যালয়ের ভেতরে নেওয়া হয়।

কার্যালয়ের ভেতরের পরিস্থিতি প্রসঙ্গে নামাজ পড়ানোর দায়িত্বে থাকা ইমাম জয়নাল আবেদিন জানান, “আমি নামাজ পড়ানোর জায়গায় থাকি। নেতা-কর্মীরা দ্বিতীয় তলায় থাকেন। ফলে আমি বেশি কিছু জানি না। তবে খাবারের সমস্যা রয়েছে। আজকেও শুধু চিড়া-মুড়ি খেয়ে আছি।”

খালেদার কার্যালয়ে কোন আইনজীবীরা আসেন নাই, তবে আসতে পারে বলে জানিয়েছেন প্রেস উইং এর সদস্য শায়রুল কবির।

গত ৩ জানুয়ারী রাত থেকে বিএনপি চেয়ারপারসন অবস্থান করছেন তার এই কার্যালয়টিতে, যেখান থেকে গত ৫৬ দিনে এক মুহূর্তের জন্য বের হননি তিনি।

এঅবস্থায় জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাজির না হওয়ায় আজ বুধবার সকালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার বকশীবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালত।


রাজনীতি বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
<b>Historical 7th March Speech of Bangabandhu</b> Historical 7th March Speech of Bangabandhu
শিরমাল রুটি শিরমাল রুটি
ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা

খালেদার কার্যালয় পরিস্থিতি!
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet