৪ হাজার রানের মাইলফলকে প্রথম বাংলাদেশি সাকিব

আফগানিস্তানের বিপক্ষে ৫১ বলে ৬৩ রান করেন সাকিব আল হাসানপ্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ওয়ানডেতে ৪ হাজার রানের মাইলফলক ছুঁলেন বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার সাকিব আল হাসান। আফগানিস্তানের সঙ্গে বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামার আগে সাকিবের রান ছিল ৩,৯৭৭। বুধবার অনবদ্য ব্যাটিং করে বাংলাদেশের হয়ে সবার আগে নতুন এই মাইলফলকে পৌঁছান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আফগানিস্তানের বোলার আফতাবকে চার মেরে এই মাইলফলকে পৌঁছান তিনি। ম্যাচে হাফসেঞ্চুরিরও দেখা পেয়েছেন সাকিব। তিনি আউট হয়েছেন ৫১ বলে ৬৩ রান করে।

এর আগে তামিমের সামনে সুযোগ ছিল এই মাইলফলক স্পর্শ করার। মাঠে নামার আগে তার প্রয়োজন ছিল ২৯ রান। কিন্তু বুধবার ১৯ রান করে সাজঘরে ফেরায় ১০ রান পেছনে রয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এ জন্য তাকে অপেক্ষা করতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ ফেব্রুয়ারির দ্বিতীয় ম্যাচ পর্যন্ত।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডে দলের সহ-অধিনায়কও তিনি। ক্যারিয়ার যত এগোচ্ছে তার ব্যাটিং-বোলিং আরও পরিণত হচ্ছে। ১৪১ ওয়ানডে খেলে ৩,৯৭৭ রান নিয়ে বুধবার মাঠে নেমেছেন এই অলরাউন্ডার। বল হাতে আরও বিধ্বংসী সাকিব। সমানসংখ্যক ম্যাচে বল করে উইকেট নিয়েছেন ১৮২টি। গত বছর একই ম্যাচে সেঞ্চুরি ও ৪ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে সাকিবের।

২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছে সাকিব আল হাসানের। প্রথম ম্যাচে ব্যাট হাতে ৩০ রানে অপরাজিত থাকার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১টি উইকেট। ভাগ্যবান সাকিব, তার ক্যারিয়ারের প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পান।

ক্যারিয়ারে ৬টি সেঞ্চুরির পাশাপাশি সাকিবের রয়েছে ২৬টি হাফসেঞ্চুরি। ব্যাট হাতে সর্বোচ্চ অপরাজিত ১৩৪ রানের ইনিংস খেলেছেন তিনি। বল হাতে সর্বোচ্চ সাফল্য ১৬ রানে ৪ উইকেট।


বিশ্বকাপ নিউজ বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
শিরমাল রুটি শিরমাল রুটি
ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা
আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন

৪ হাজার রানের মাইলফলকে প্রথম বাংলাদেশি সাকিব
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet