বার্ন ইউনিটে ফটোসেশন!

ছবি: রাজিব ধর / বাংলাট্রিবিউনঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোগীর ‘ফটোসেশন’ করে সমালোচনার মুখে পড়েছে এক এক ফ্রিল্যান্স ফটোগ্রাফার। ওই আলোকচিত্রী গতকাল শনিবার পেট্রোল বোমা হামলায় দগ্ধ রোগীদের ছবি তুলছিলেন। ছবি তোলার আগে তিনি কর্তৃপক্ষের অনুমুতিও নেননি।

হাসপাতাল সূত্র জানায়, গতকাল দুপুর ১টার দিকে সাইফুল হক অমি নামের ওই ফটোগ্রাফার ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) প্রবেশ করে। ওই ওয়ার্ডটিতে মূলত মারাত্মক দগ্ধ রোগীদের চিকিৎসা দেওয়া হয়ে থাকে।

সাইফুল হক অমি যখন ওই ওয়ার্ডে যায় তখন রোগীদের স্বজনেরা রোগীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করছিলেন। এসময় ওই ওয়ার্ডে কোনও ডাক্তার ছিলেন না। এরপর অমি কারও কাছে কিছু জিজ্ঞেস না করেই তার সহযোগীকে ছবি তোলার জন্য পর্দা এবং লাইট রেডি করতে বলেন। এরপর তিনি গুরুতর আহত রোগীদের পর্দার সামনে গিয়ে হাত উপরে তুলে ছবি তোলার জন্য দাঁড়াতে বলেন। কিন্তু এসব রোগীদের সম্পূর্ণরূপে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

তার এমন অমানবিক আচরণ সেখানে উপস্থিত থাকা অন্যান্য ফটোগ্রাফারদেরও হতবাক করে দেয়। এরপর তারা অমিকে বাধা দেয় এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ডেকে অমিকে বের করে দিতে বলেন।

এইচডিইউতে ভর্তি হওয়া সম্প্রতি বোমা হামলায় আহত মো. খোকন বলেন, ‘তিনি আমাকে ছবি তোলার জন্য ডেকেছেন। আমরা কী করতে পারি বলেন? যদি আপনারা সাংবাদিকরা এসে আমাদের এসব করতে বলেন তবে আমাদের আর কী করার আছে। আমাদের অবস্থাটা বুঝতে পারা আপনাদের মানবিকতার বিষয়।’

তবে এ বিষয়ে অমিকে জিজ্ঞেস করলে তার উত্তরে শুনে সবাই হতবাক হয়েছে।

তিনি বলেন, ‘আমি রোগীদের কোনও সমস্যা করিনি। আমি কেবল আমার পেশাগত দায়িত্ব পালন করেছি এবং আমি মনে করি না যে এতে কারও কোনও সমস্যা হয়েছে।’ সূত্র: বাংলাট্রিবিউন


সবখবর বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
শিরমাল রুটি শিরমাল রুটি
ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা
আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন

বার্ন ইউনিটে ফটোসেশন!
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet