বায়তুল মোকাররমে জানাজা, বনানীতে দাফন

আরাফাত রহমান কোকো। ফাইল ছবিনয়া পল্টনে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজা হচ্ছে না। জানাজা হবে মঙ্গলবার আসরের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। জানাজা শেষে কোকোকে বনানী সামরিক কবরাস্থানে দাফনের সিদ্ধান্ত জানিয়েছে বিএনপি।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান।

বিএনপি এর আগে গণমাধ্যমকে জানিয়েছিল, মঙ্গলবার সকালে কোকোর মরদেহ ঢাকায় আনার পর বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জানাজা হবে। এছাড়া বুধবার সারাদেশে গায়েবানা জানাজা হওয়ার কথা ছিল।

এই সূচিতে পরিবর্তন আনার কথা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবারের পরিবর্তে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার বাইরে গায়েবানা জানাজা হবে। সারাদেশে দলীয় নেতা-কর্মীদের এই জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা রিজভী।

কোকোর মৃত্যুতে সোমবার থেকে তিন দিনের শোক পালন করছে বিএনপি। সারাদেশে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের পাশাপাশি নেতা-কর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করেছেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে আরাফাত রহমান কোকো শনিবার মালয়েশিয়ায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার বয়স হয়েছিলো ৪৫ বছর।

বিএনপি নেতারা জানান, মঙ্গলবার সকালে আরাফাত রহমান কোকোর মরদেহ মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছাবে। সেখান থেকে মরদেহ নেওয়া হবে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। গত ৩ জানুয়ারি থেকে সেখানেই অবস্থান করছেন কোকোর মা খালেদা জিয়া।


শীর্ষ খবর বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
শিরমাল রুটি শিরমাল রুটি
ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা
আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন

বায়তুল মোকাররমে জানাজা, বনানীতে দাফন
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet