আমাদের সাকিব…

- এম আহসান

আমাদের সাকিব / ছবি- এএফপি

নিষেধাজ্ঞা কাটিয়ে জিম্বাবুয়ে সিরিজে ফিরেই ব্যাট আর বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে আমাদের জেতালেন ‘আমাদের সাকিব আল হাসান’।

আমাদের সাকিব / ছবি- এএফপিব্যাট আর বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশকে জেতানো সাকিব আল হাসানকে প্রশংসায় ভাসিয়েছেন মুশফিকুর রহিম। দলের সেরা এই খেলোয়াড়কে খুবই ‘স্পেশাল’ বললেন বাংলাদেশ অধিনায়ক।

ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিক বলেন, “সাকিব একজন খুবই স্পেশাল খেলোয়াড়।”

সাকিবের প্রশংসা করতে গিয়ে মুশফিক বলেন, “আমরা জানি, সাকিব ব্যাটে, বলে আর ফিল্ডিংয়ে স্পেশাল। তরুণ ক্রিকেটাররা তাকে দেখে অনুপ্রেরণা পায়।”

শুক্রবার খুলনা টেস্টে জিম্বাবুয়েকে হারিয়ে ৩ টেস্টের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ।

এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা সাকিবের। তার অলরাউন্ড নৈপুণ্যেই পঞ্চম ও শেষ দিনে দ্বিতীয় টেস্টে ১৬২ রানে জেতে বাংলাদেশ। এই চমৎকার পারফরম্যান্সে খুলনা টেস্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এই অলরাউন্ডার।

প্রথম ইনিংসে ব্যাট হাতে সাকিব ছিলেন অনন্য। ১৮০ বলে ১৮টি চার ও ২টি ছয়ে ১৩৭ রান করেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও বল হাতে দুই ইনিংসেই ছিলেন অসাধারণ। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৫ উইকেট নেন ৮০ রানে। আর দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে ৫ উইকেট নিয়ে ড্রর দিকে এগিয়ে চলা টেস্টে জয় এনে দেন বাংলাদেশকে।

টেস্ট ক্রিকেটে এক ম্যাচে শতক আর ১০ উইকেট নিয়ে ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের ইয়ান বোথাম ও পাকিস্তানের ইমরান খানের পাশে নিজের নাম লেখান সাকিব। টেস্ট ক্রিকেটে এই কৃতিত্ব এতদিন কেবল কিংবদন্তি এই দুই অলরাউন্ডারেরই ছিল।

সেই সাথে আইসিসির টেস্ট অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন সাকিব আল হাসান। শুক্রবার শেষ হওয়া খুলনা টেস্টে ব্যাটে-বলে অলরাউন্ড নৈপুণ্যে ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে হটিয়ে শীর্ষে উঠে আসেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার।

আমাদের সাকিব / ছবি- এএফপিতৃতীয় স্থান থেকে এক লাফে সবার উপরে ওঠা সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট ৪১৯। দ্বিতীয় স্থানে থাকা ভারতের রবিচন্দ্রন অশ্বিনের পয়েন্ট ৩৫৭।

গত সেপ্টেম্বরে অশ্বিনের কাছেই শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব।

এরপর দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডারেরও পেছনে পড়ে যান তিনি। বর্তমানে তৃতীয় স্থানে নেমে যাওয়া ফিল্যান্ডারের পয়েন্ট ৩৪৮।

এদিকে খুলনা টেস্টে বাংলাদেশেরই জয় প্রাপ্য ছিল বলে মেনে নিয়ে জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর জানিয়েছেন, সাকিব আল হাসানই দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছেন।

টেইলর বলেন “শতক ও দশ উইকেট নেয়া একজনকে কৃতিত্ব তো দিতেই হবে। সাকিব একজন বিশ্বমানের পারফরমার।”


স্পোর্টস বিভাগের আরো খবর...
আশ্বাস পেলেও সহযোগিতা পাচ্ছেন না চামেলী! আশ্বাস পেলেও সহযোগিতা পাচ্ছেন না চামেলী!
ম্যাচ সেরা শিরোপা শেন ওয়ার্নকে উৎসর্গ স্যামুয়েলসের ম্যাচ সেরা শিরোপা শেন ওয়ার্নকে উৎসর্গ স্যামুয়েলসের
বীরোচিত জয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ বীরোচিত জয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ
অসিদের উড়িয়ে বিশ্বকাপ জিতলো উইন্ডিজ মেয়েরা অসিদের উড়িয়ে বিশ্বকাপ জিতলো উইন্ডিজ মেয়েরা
বৃষ্টিতে ফাইনাল না হলে কী হবে? বৃষ্টিতে ফাইনাল না হলে কী হবে?
বিশ্বকাপ জিতে বিদ্রুপের জবাব দিতে চান স্যামি-গেইলরা বিশ্বকাপ জিতে বিদ্রুপের জবাব দিতে চান স্যামি-গেইলরা
সাকিবের রেস্তোরাঁয় প্রোটিয়াদের ডিনার সাকিবের রেস্তোরাঁয় প্রোটিয়াদের ডিনার
বৃষ্টি : শঙ্কায় প্রথম ওয়ানডে বৃষ্টি : শঙ্কায় প্রথম ওয়ানডে
বাংলাদেশের সাকিব, সালমা, ক্রিকেটের প্রশংসায় মোদি বাংলাদেশের সাকিব, সালমা, ক্রিকেটের প্রশংসায় মোদি
প্রধানমন্ত্রীই দেবেন দুই কোটি, মাশরাফিরা মোট পাচ্ছেন আট কোটি প্রধানমন্ত্রীই দেবেন দুই কোটি, মাশরাফিরা মোট পাচ্ছেন আট কোটি

আমাদের সাকিব…
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet