বিএনপি-জামায়াত জঙ্গি কর্মকাণ্ড করছে: প্রধানমন্ত্রী

সফিপুর আনসার একাডেমীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৫তম জাতীয় সমাবেশে ভাষণ প্রদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিএনপি- জামায়াত আন্দোলনের নামে সারাদেশে জঙ্গি কর্মকাণ্ড করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অাজ বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর আনসার একাডেমীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৫তম জাতীয় সমাবেশে এ কথা বলেন  প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “সরকার যখন বিদ্যুতের উৎপাদন বাড়াচ্ছে, দ্রব্যমূল্য সাধারন মানুষের হাতের নাগালে নিয়ে এসেছে তখন বিএনপি অরাজকতার চেষ্টা করছে।”

অানসার বাহিনীর সকল সুবিধা বাড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনী বিরাট ভূমিকা পালন করছে।’

দেশের মানুষের যান-মালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি বিনা কারণে মানুষ পুড়িয়ে মারছে। উন্নয়নের পথে যত বাধাই আসুক দেশ এগিয়ে যাবে।”

বিএনপির এবারের সহিংস আন্দোলনে একশ সাধারণ মানুষ নিহত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “বহু মানুষ পেট্রোল বোমায় পুড়ে দগ্ধ হয়েছেন। তারা অকারণে সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে। যারা পুড়ছেন, যারা মারা যাচ্ছেন, তারা সাধারণ খেটে খাওয়া মানুষ। তাদের জীবনের মূল্য বিএনপির কাছে নেই। যারা আন্দোলনের নামে মানুষ হত্যা করে তারা মানুষ নয় দানব।”

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “বর্তমানে বাংলাদেশের ৮৫ লাখ শ্রমিক বিদেশে কাজ করছে। আমরা দারিদ্রতার হার ২৪ শতাংশ কমিয়ে এনেছি, আশাকরি আরো ১০ শতাংশ কমিয়ে আনা যাবে।”


ছবি ঘর বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
শিরমাল রুটি শিরমাল রুটি
ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা
আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন

বিএনপি-জামায়াত জঙ্গি কর্মকাণ্ড করছে: প্রধানমন্ত্রী
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet