রোহিত ঝড়ে বিধ্বস্ত আফগানিস্তান

১২ চার ও ৭ ছক্কায় ১২২ বলে ১৫০ রানের এক অনবদ্য ইনিংস খেলেন রোহিত শর্মাপ্রথম প্রস্তুতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হারার পর বিশ্বকাপে নবাগত আফগানিস্তানের বিপক্ষে ১৫৩ রানের বড় জয় পেয়েছে ভারত। রোহিত শর্মার দেড় শতক এবং সুরেশ রায়না ও আজিঙ্কা রাহানের অর্ধশতকের ওপর ভর করে ৩৬৪ রানের বিশাল স্কোর গড়ে টিম ইন্ডিয়া। জবাবে ৮ উইকেটে ২১১ রানে থেমে যায় আফগানিস্তানের ইনিংস।

আজ মঙ্গলবার অ্যাডিলেডে টস জিতে আফগানিস্তানকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানায় মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে নেমে শুরুতেই আফগান পেসের মুখে বেশ বিপর্যয়ে পড়ে গিয়েছিল ভারতীয়রা। পেসার হামিদ হাসান আর দৌলত জাদরানের অসাধারণ ২টি ডেলিভারিতে সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান ও বিরাট কোহলি।

১৬ রানেই ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতকে অবশ্য টেনে তুলছেন রোহিত শর্মা আর সুরেশ রায়না। ৩য় উইকেট জুটিতে তারা করেন ১৫৮ রান। ৭৫ রান করে রানআউটের শিকার হন সুরেশ রায়না।

দলীয় ২৬৯ রানের মাথায় ১২২ বলে ১৫০ রান করে নবীর বলে সাজঘরে ফেরেন রোহিত শর্মা।তার ইনিংসটি ১২টি চার ও ৭টি ছক্কা সমৃদ্ধ।

আজিঙ্কা রাহানে ৮৮ রান করে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৩৬৪ রান তোলে ভারত।

আফগানিস্তানের হয়ে হামিদ হাসান, দৌলত জাদরান, সাপুর জাদরান ও মোহাম্মদ নবী প্রত্যেকে ১টি করে উইকেট পেয়েছেন।

৩৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খারাপ হয়নি আফগানিস্তানের। নওরোজ মঙ্গলের ৬০ ও উসমান গনির ৪৪ রানের সুবাদে এক সময়ে তাদের সংগ্রহ ছিল ২ উইকেটে ১৫৩ রান। এই ২ ব্যাটসম্যানই সহজ ক্যাচ দিয়েই বেঁচে যান। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি তারা।

এদের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে খেলা পায় মন্থরগতি। ফলে শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ২১১ রানেই থেমে যায় আফগানরনা।

ভারতের মোহিত শর্মা ও রবিন্দ্র জাদেজা ২টি করে উইকেট নেন। এছাড়া অশ্বিন, রায়না , যাদব নেন ১টি করে উইকেট।

অ্যাডিলেইডের এই মাঠেই আগামী রোববার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। বাংলাদেশের বিপক্ষে ১৮ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে খেলবে আফগানিস্তান।


বিশ্বকাপ নিউজ বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
শিরমাল রুটি শিরমাল রুটি
ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা
আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন

রোহিত ঝড়ে বিধ্বস্ত আফগানিস্তান
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet