সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি

---চলমান সঙ্কট নিরসনে নাগরিক সমাজের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আন্দোলনরত বিএনপি।

এর আগে সোমবার সন্ধ্যায় চলমান সহিংসতা এবং অচলাবস্থা নিরসনের লক্ষ্যে সংলাপের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিঠি দিয়েছে নাগরিক সমাজ। চিঠিতে নাগরিক সমাজের পক্ষে স্বাক্ষর করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা।

জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরে তা গ্রহণ করা হয়েছে।

চি্ঠির ব্যাপারে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহাববুর রহমান বলেছেন, “সংলাপের উদ্যোগকে স্বাগত জানাবো আমরা, সংলাপ হতে হবে। আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন, দেশবাসী মরছে। বাংলাদেশ জ্বলছে।”

নাগরিক সমাজের চিঠি খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পৌঁছে দেওয়া সুপ্রীম কোর্টের আইনজীবি প্রিন্স চঞ্চল মাহমুদ বলেন, “দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য সব রাজনৈতিক পক্ষকে একটি জাতীয় সংলাপে বসার আহ্বান জানাচ্ছেন ড. কামাল হোসেন ও এটিএম শামসুল হুদা। গোটা জাতি সংকট নিরসনে সংলাপের পক্ষে। আমরা নাগরিক সমাজ করছি সবাই মিলে সংলাপে বসে আলোচনা করলে এই সংকট দূর হয়ে যাবে।”সংলাপের আহ্বান ছাড়াও দুই নেত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার জন্য নাগরিক সমাজের পক্ষ থেকে একটি কমিটি গঠনেরও প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাহমুদুর রহমান মান্না। তিনি জানান, দু’একদিনের মধ্যে এই কমিটি গঠন হবে।


জাতীয় বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
শিরমাল রুটি শিরমাল রুটি
ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা
আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন

সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপি
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet