এবার বিসিবির পালা!

এমন ক্রিকেটারকে এখনও ‘অর্ধেক নিষিদ্ধ’ করে রেখেছে ক্রিকেট বোর্ড!

সবার আগে তার পারফরম্যান্সের এক ঝলক।

ঢাকা টেস্টে ৭ উইকেট শিকার। ম্যাচ জয়ে বড় প্রভাবকের ভূমিকা।

এবার খুলনা টেস্ট।

প্রথম ইনিংসে ১৩৭ রানের সেঞ্চুরি। সেই সঙ্গে বোলিংয়ে ৮০ রানে ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ৬ রান। কিন্তু আসল খেল দেখালেন এবার বোলিংয়ে। ফের ৫ উইকেট। এবার রান খরচ আরও কম। ৪৪ রান। সেঞ্চুরির সঙ্গে ম্যাচে ১০ উইকেট নেওয়া বিশ্বের তৃতীয় অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ খুলনায় সেই ম্যাচ জিতল ১৬২ রানে। সাকিব ম্যান অব দ্য ম্যাচ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আরোপিত নিষেধাজ্ঞা কাটিয়ে উঠে মাঠে ফেরার পর প্রথম দুই ম্যাচে সাকিব আল হাসানের পারফরম্যান্স এটা।

-একেই বলে প্রত্যাবর্তন।

-একেই বলে জবাব!

তবে বদলে যাওয়া সাকিব এসবের কোনো কিছুকেই ‘ব্যক্তিগত’ হিসেবে আমলে নিচ্ছেন না। তার সাফ কথা-‘আমি জানি আমাকে পারফরম্যান্স করতে হবে। আর দলের জয়ে অবদান রাখতে পারাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার।’

দেখিয়ে দিলাম। এমন ক্ষুদ্র কিছুতে নিজের ক্রিকেটকে ব্র্যাকেটবন্দি করতে চান না সাকিব। চাওয়া একটাই- দেশের হয়ে খেলতে চাই। দেশের জন্য জিততে চাই।

সেই জয় তো এ অলরাউন্ডার পাচ্ছেনই। কিন্তু ক্রিকেট বোর্ড যে ক্রমেই পরাজিত!

সাকিবকে নিষিদ্ধ করার সময় বিসিবির আস্তিন গোটানো আচরণেই স্পষ্ট হয়ে পড়ে-‘এই সাকিবকে’ শায়েস্তা করার একটা ছুতো খোঁজা হচ্ছে।

কোনো সন্দেহ নেই সাকিব শৃঙ্খলা মানার ক্ষেত্রে বড় কিছু ভুল করেছিলেন। কিন্তু সেই ভুলের জন্য বিসিবি তাকে যে বিপুল শাস্তি দিল-সেটা যে সম্ভবত আরও বড় ভুল!

সাকিবকে ক্রিকেটে লম্বা সময়ের জন্য নিষিদ্ধ করে বিসিবি আসলে যে নিজেদেরই ঠকিয়েছে। বিসিবি জানায়-সাকিবের আচরণগত কিছু সমস্যা রয়েছে তাই তাকে ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে। প্রশ্ন হল-স্কুলে কোনো ছাত্র দোষ করলে কি পরদিন থেকে প্রধান শিক্ষক তাকে শাস্তি দিতে গিয়ে বলবেন-‘তুমি কাল থেকে স্কুলে আসতে পারবে না!’

সাকিবের সঙ্গে বিসিবি ঠিক এমন মাথা গরম হেডমাস্টারের মতো আচরণই করেছে। তাও ভাগ্য যে, বিসিবি খুব দ্রুতই বুঝতে পারে সাকিবের এত লম্বা সময় জুড়ে নিষেধাজ্ঞার শাস্তিটা ঠিক হচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের ভয়াবহ ব্যর্থতার পর সেই বোধটা আরও পরিষ্কার হয় বিসিবির। সাকিবের নিষেধাজ্ঞা ছয় মাস থেকে কমিয়ে বিসিবি অর্ধেকে নিয়ে আসে। তবে বিদেশি লিগে খেলার ব্যাপারে যে নিষেধাজ্ঞা সেটা এখনও তোলেনি বিসিবি।

এটাও নেহাত হাস্যকর। দেশের হয়ে খেলতে পারবেন। ক্লাবের হয়ে ঘরোয়া ক্রিকেটও খেলতে পারবেন। কিন্তু বিদেশি লিগে বিদেশি ক্লাবের হয়ে খেলতে পারবেন না!

-কেন?

উত্তর একটাই- বিসিবি আসলে সাকিবের ব্যাংক ব্যালান্স কমিয়ে আনতে চায়! তাই বিদেশি লিগে খেলার নিষেধাজ্ঞা এখনও বহাল। বিসিবির প্রেস রিলিজ জানাচ্ছে-২০১৫ সাল পর্যন্ত কোনো বিদেশি লিগে (বিগব্যাশ, সিপিএল, আইপিএল, কাউন্টি ক্রিকেট) খেলার অনুমতিপত্র পাচ্ছেন না সাকিব আল হাসান।

সাকিবের ছয় মাসের নিষেধাজ্ঞা বিসিবি অর্ধেক করেছে। কারণ হিসেবে বিসিবি সভাপতি জানিয়েছিলেন-নিষেধাজ্ঞা চলাকালে সাকিবের আচরণে শুদ্ধিকরণের বিষয়টি তাদের বেশ পছন্দ হয়েছে। তাই সবদিক বিবেচনা করে ক্রিকেট বোর্ড তার শাস্তি অর্ধেক কমিয়েছে। মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সাকিব জানিয়ে দিলেন-দলের প্রতি তার কমিটমেন্ট, দলের জন্য তার ভালোবাসা, দলকে জেতাতে তার দৃঢ়তা-কোনো কিছুতেই বিন্দুমাত্র ঘাটতি পড়েনি।

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গেছেন সেটা আগে পারেনি কোনো বাঙালি। টেস্ট ক্যারিয়ারে আগেও র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান ছিলেন। খুলনা টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ফের বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডারের মর্যাদা দিয়েছে তাকে আইসিসি।

এখন বিসিবি যদি তার বিদেশি লিগে খেলার বাকি নিষেধাজ্ঞাটা তুলে নেয়-তবে সেটা হবে সাকিবের জন্য আরেকটি ‘ম্যাচ জয়’।
টেস্ট খেলে বিশ্বের মাত্র ১০টি দেশ। আর এর মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল এতদিন দশম। খুলনা টেস্টের পর এখন সেটা নবম। আর রঙ্কিংয়ে এত নিচে থাকা একটা দেশের ক্রিকেটার বিশ্বের সেরা অলরাউন্ডারের মর্যাদা পাচ্ছেন-কৃতিত্বটা সাকিবের। আর মর্যাদার প্রাপ্যতা বাংলাদেশের।
এমন ক্রিকেটারকে এখনও ‘অর্ধেক নিষিদ্ধ’ করে রেখেছে ক্রিকেট বোর্ড! সূত্রঃ সকালেরখবর


বিশেষ আয়োজন বিভাগের আরো খবর...
আশ্বাস পেলেও সহযোগিতা পাচ্ছেন না চামেলী! আশ্বাস পেলেও সহযোগিতা পাচ্ছেন না চামেলী!
১৫ই আগষ্ট যারা নিহত হয়েছিলেন ১৫ই আগষ্ট যারা নিহত হয়েছিলেন
ম্যাচ সেরা শিরোপা শেন ওয়ার্নকে উৎসর্গ স্যামুয়েলসের ম্যাচ সেরা শিরোপা শেন ওয়ার্নকে উৎসর্গ স্যামুয়েলসের
বীরোচিত জয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ বীরোচিত জয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ
অসিদের উড়িয়ে বিশ্বকাপ জিতলো উইন্ডিজ মেয়েরা অসিদের উড়িয়ে বিশ্বকাপ জিতলো উইন্ডিজ মেয়েরা
বৃষ্টিতে ফাইনাল না হলে কী হবে? বৃষ্টিতে ফাইনাল না হলে কী হবে?
বিশ্বকাপ জিতে বিদ্রুপের জবাব দিতে চান স্যামি-গেইলরা বিশ্বকাপ জিতে বিদ্রুপের জবাব দিতে চান স্যামি-গেইলরা
সাকিবের রেস্তোরাঁয় প্রোটিয়াদের ডিনার সাকিবের রেস্তোরাঁয় প্রোটিয়াদের ডিনার
বৃষ্টি : শঙ্কায় প্রথম ওয়ানডে বৃষ্টি : শঙ্কায় প্রথম ওয়ানডে
বাংলাদেশের সাকিব, সালমা, ক্রিকেটের প্রশংসায় মোদি বাংলাদেশের সাকিব, সালমা, ক্রিকেটের প্রশংসায় মোদি

এবার বিসিবির পালা!
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet