গ্রিসের নতুন অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা

একটি এটিএম বুথের সামনে লাইনে দাড়িয়ে আছেন কয়েকজন। ৬০ ইউরো তুলতে পারবেন তারা।গ্রিসের ভেঙে পড়া অর্থনীতিকে টিকিয়ে রাখতে দরকার আরো অধিকতর অর্থ সহায়তা বা বেইলআউট।

তাই ইউরোপীয় অর্থ দাতাদের সহায়তা পাওয়ার আশায় গ্রিসের অর্থনৈতিক সংস্কার আনতে অবশেষে দেশটি নতুন একটি প্রস্তাব দিয়েছে।

অর্থ-দাতাদের সুপারিশ মত কর বৃদ্ধি করা, পেনশন বিধিতে পরিবর্তন আনার কথা বলা হয়েছে নতুন এই প্রস্তাবে।

গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী প্যানোস ক্যামেনোস বলেছেন, গ্রিসের সরকার অর্থনৈতিক সংস্কারে সম্মত হয়েছে এবং এখন তৃতীয় বারের মত বেইলআউটটি পাওয়ার ব্যাপারে আশা করছে তারা। প্রতিরক্ষামন্ত্রী বলছেন যে “প্রেসিডেন্ট-এর সাথে আলোচনায় ইতোমধ্যেই রাজনৈতিক নেতারা সম্মত হয়েছেন এবং কয়েক ঘণ্টার মধ্যেই প্রস্তাব হস্তান্তর করা হবে”।

ইউরো জোন কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার শেষ হবার কিছু সময় আগে তারা গ্রিসের এই প্রস্তাব পেয়েছে এবং ইউরো জোনের অর্থমন্ত্রীরা এই প্রস্তাবটিকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবে।

প্রধানমন্ত্রী এলেক্সিস সিপ্রাসগ্রিক প্রধানমন্ত্রী এলেক্সিস সিপ্রাস যে প্রস্তাব এনেছেন এটির উপরে আজ শুক্রবারে ভোটাভুটি হবে দেশটির সংসদে।

সংসদে পাশ হলে ইউরো জোনের নেতারা বিষয়টিকে বিবেচনা করবেন শনিবারে।

এরপর রবিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের যে বৈঠক হবার কথা রয়েছে, সেখানেই সিদ্ধান্ত নেয়া হবে গ্রিসের আনিত এই প্রস্তাবের ব্যাপারে।

গত রবিবারে যে গণভোট হয়েছিল সেখানে কৃচ্ছতাসাধনের বিষয়ে অসম্মতি জানিয়ে না ভোট দিয়েছিল গ্রিসের জনগণ।

কিন্তু গ্রিসের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানা যাচ্ছে যে, নতুন এই প্রস্তাবে কর বৃদ্ধি, প্রাইভেটাইজেশান বা বেসরকারিকরণ এবং খরচ কমানোর মতন বিষয়গুলো রয়েছে।

নতুন করে আরো তিন বছরের জন্য একটি বেইল আউট চাচ্ছে গ্রিস আর সেই সঙ্গে দেশটির কাঁধে যে বিপুল ঋণের বোঝা চেপেছে সেটির-ও কিছুটা পুনর্গঠন চাচ্ছে একসময়ের সভ্যতার সূতিকাগার।


ইউরোপ বিভাগের আরো খবর...
সরকারি চাকরিতে কোটা ইস্যুতে  হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে কোটা ইস্যুতে হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত: প্রধানমন্ত্রী
আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি পেল বাংলাদেশ
ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম ভেঙে দেওয়া হচ্ছে সাদিক অ্যাগ্রো ফার্ম
গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী গণতন্ত্র আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা বাংলাদেশ আওয়ামী লীগের পথচলা
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ বাংলাদেশ গড়ে তুলুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান কোরবানির সুস্থ পশু চেনার উপায়, অসুস্থ গরু থেকে সাবধান
এইডসের গুজবে বিব্রত মমতাজ এইডসের গুজবে বিব্রত মমতাজ
জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি জুনেই ঢাকায় আসতে পারেন নরেন্দ্র মোদি

গ্রিসের নতুন অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet