বিদেশিদের বাড়ি ভাড়া দিতে সতর্ক থাকার আহ্বান

বিদেশিদের কাছে বাড়ি ভাড়া দেওয়ার আগে তাদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করতে বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

অবৈধভাবে বসবাসসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩১ জন বিদেশি নাগরিককে আটকের পর এক সংবাদ ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় এ আহ্বান জানান।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বনশ্রী, গুলশান ও উত্তরায় অভিযান চালিয়ে এই বিদেশিদের আটক করা হয়।

বেলা ১২টার দিকে পুলিশের গণমাধ্যম কার্যালয়ে ব্রিফিংয়ে জানানো হয়, আটকদের মধ্যে নাইজেরিয়ার ১২, ক্যামেরুনের ৫, উগান্ডার চারজন, গাম্বিয়ার তিনজন, আইভরি কোস্টের দুইজন এবং কেনিয়া, টোগো, মালি, মোজাম্বিক ও সেনেগালের একজন করে রয়েছেন।

আটকদের মধ্যে থেকে উগান্ডার দুইজনের কাছে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট পাওয়া গেছে। বাকিদের কাছে বাংলাদেশে অবস্থানের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অবৈধভাবে বাংলাদেশে বসবাসের অভিযোগে মামলা হয়েছে বলে জানানো হয়।

ব্রিফিংয়ে পুলিশ কর্মকর্তা কৃষ্ণপদ রায় বলেন, “বিদেশি নাগরিকরা বিভিন্ন পরিচয়ে যেমন- ছাত্র, ব্যবসায়ী, খেলোয়াড় ইত্যাদি পরিচয়ে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।”

তিনি বৈধ কাগজপত্র ছাড়া কোনো বিদেশি নাগরিককে বাসা ভাড়া না দিতে বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানান।

ব্রিফিংয়ে সম্প্রতি এক আলজেরিয় নাগরিকের হাতে উত্তরায় এক স্কুলছাত্র নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়।

এছাড়া ২০১২ সালের ১৬ মে এক নাইজেরিয় নাগরিক ৪৫০ গ্রাম কোকেনসহ বনানী থানায় ধরা পড়েন।

২০১৩ সালের ১ ফেব্রুয়ারি একজন দক্ষিণ আফ্রিকান ও একজন ক্যামেরুনের নাগরিক জাল ডলার ও ডলার তৈরির সরঞ্জামসহ ডিবির হাতে ধরা পড়ে বলে জানানো হয়।

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম, উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান ও অতিরিক্ত উপ-কমিশনার মো. আহাদ এসময় উপস্থিত ছিলেন।


শীর্ষ খবর বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা
আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন
দল মনোনীত ২৩০ জনকে চিঠি দেওয়া হচ্ছে: ওবায়দুল কাদের দল মনোনীত ২৩০ জনকে চিঠি দেওয়া হচ্ছে: ওবায়দুল কাদের
স্কুলগুলোর ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ স্কুলগুলোর ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ

বিদেশিদের বাড়ি ভাড়া দিতে সতর্ক থাকার আহ্বান
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet