গাড়ি চালানোর অনুমতি পাচ্ছেন সৌদি নারীরা?

- বিদেশ ডেস্ক

---

সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর ওপর বিধিনিষেধ শিথিলের সুপারিশ করেছে সৌদি রাজার উপদেষ্টা কাউন্সিল। নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এপিকে বিষয়টি জানিয়েছেন কাউন্সিলের একজন সদস্য।

সুপারিশে বলা হয়, ৩০ বছরের অধিক বয়সী নারীদের গাড়ি চালনার অনুমতি দেওয়া যেতে পারে। এক্ষেত্রে সান্ধ্য আইনসহ বেশকিছু বিধিনিষেধ থাকতে পারে।

কাউন্সিলের সুপারিশ গ্রহণে সরকারের ওপর কোনও বাধ্যবাধকতা নেই। তবে রাজতান্ত্রিক সৌদি সরকার যদি নারীদের চালানোর ওপর নিষেধাজ্ঞার বিষয়টি পর্যালোচনা করে তবে সেটা হবে দেশটিতে কয়েক বছরের মধ্যে একটা বড় ধরনের পদক্ষেপ।

উপদেষ্টা কাউন্সিলের ওই সদস্য জানান, এটা ছিল একটা গোপনীয় সুপারিশ। গত মাসে এ সুপারিশটি করা হয়। এতে বলা হয়, ত্রিশোর্ধ নারীরা পুরুষ আত্মীয়, বিশেষ করে বাবা বা স্বামীর অনুমতি নিয়ে গাড়ি চালাতে পারবেন। যাদের বাবা বা স্বামী নেই তারা বিকল্প হিসেবে ভাই বা পুত্রের অনুমতি নেবেন।

এক্ষেত্রে নারীরা শনিবার থেকে বুধবার সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত গাড়ি চালাতে পারবেন।

নারী গাড়িচালকদের অবশ্যই রক্ষণশীল পোশাক পরিধান করতে হবে এবং তারা কোনও মেকআপ বা সাজসজ্জা করতে পারবেন না।

সুপারিশে বলা হয়েছে, শহরের ভেতরে পুরুষ স্বজন ছাড়াই গাড়ি চালাতে পারবেন নারীরা। তবে শহরের বাইরে গাড়ি চালানোর জন্য অবশ্যই একজন পুরুষ স্বজনকে সঙ্গে থাকতে হবে।

রাস্তায় নারী চালকরা কোনও বেআইনি কাজ করলে তার জরিমানা কিংবা অন্য যোকোনও সমস্যায় নারী চালকদের জন্য স্বতন্ত্র ‘নারী ট্রাফিক দফতর‘- এর কথাও উল্লেখ করা হয় সৌদি রাজার উপদেষ্টা কাউন্সিলের সুপারিশে। সূত্র: আল জাজিরা।

---


নারী বিভাগের আরো খবর...
আশ্বাস পেলেও সহযোগিতা পাচ্ছেন না চামেলী! আশ্বাস পেলেও সহযোগিতা পাচ্ছেন না চামেলী!
বিদ্যমান আইনেই তনু হত্যার বিচার বিদ্যমান আইনেই তনু হত্যার বিচার
কুড়িয়ে পাওয়া সেই শিশুটি কুড়িয়ে পাওয়া সেই শিশুটি
অসিদের উড়িয়ে বিশ্বকাপ জিতলো উইন্ডিজ মেয়েরা অসিদের উড়িয়ে বিশ্বকাপ জিতলো উইন্ডিজ মেয়েরা
হ্যাপির ধর্ষণ মামলায় রুবেলকে অব্যাহতি হ্যাপির ধর্ষণ মামলায় রুবেলকে অব্যাহতি
গোপন ক্যামেরার শিকার ভারতের শিক্ষামন্ত্রী গোপন ক্যামেরার শিকার ভারতের শিক্ষামন্ত্রী
ভারতের একমাত্র মুসলিম নারী পাইলট ভারতের একমাত্র মুসলিম নারী পাইলট
‘রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থের জন্য খালেদা মানুষ পুড়িয়ে মারছেন’ ‘রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থের জন্য খালেদা মানুষ পুড়িয়ে মারছেন’
বাংলাদেশের প্রথম দুই নারী সামরিক পাইলট বাংলাদেশের প্রথম দুই নারী সামরিক পাইলট
আন্তর্জাতিক নারী দিবস আজ আন্তর্জাতিক নারী দিবস আজ

গাড়ি চালানোর অনুমতি পাচ্ছেন সৌদি নারীরা?
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet