টুইটার বার্তায় ভারতের প্রধানমন্ত্রী

স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষরে ইতিহাস তৈরি হলো

বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে নরেন্দ্র মোদি, শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : টুইটার থেকে সংগৃহীতভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ইতিহাস তৈরি হলো। আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষর শেষে এক টুইটার বার্তায় মোদি এ মন্তব্য করেন।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মুখপাত্র বিকাশ স্বরূপ আরেক টুইটার বার্তায় বলেন, “আজকের স্মরণীয় এই দিনটিকে ‘ঐতিহাসিক’ বললেও কম বলা হবে।”

প্রসঙ্গত, দুই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির উপস্থিতিতে শনিবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের গোলাপ হলে বাংলাদেশ-ভারতের মধ্যকার দীর্ঘ প্রতীক্ষিত এই স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রটোকল স্বাক্ষর ও সম্মতিপত্র বিনিময় সম্পন্ন হয়েছে। প্রটোকল স্বাক্ষর ও সম্মতিপত্র বিনিময় শেষে একান্ত বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি।

এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তিনিসহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা-ঢাকা-আগরতলা ও ঢাকা-শিলং-গৌহাটি বাস সার্ভিসের উদ্বোধন করেন। উদ্বোধনের পর বাস দুটি গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।

এর আগে দুপুর সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান নরেন্দ্র মোদি। সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মোদির সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে সোনারগাঁও হোটেলে বৈঠকে বসেন মোদি। সেখানে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে এক টুইটার বার্তায় জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মুখপাত্র বিকাশ স্বরূপ।


ছবি ঘর বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
শিরমাল রুটি শিরমাল রুটি
ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা
আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন

স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষরে ইতিহাস তৈরি হলো
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet