আইনজীবীর হ্যাপির পক্ষ প্রত্যাহার

রুবেল ঝড়ে হ্যাপি ‘আউট’!

মামলা পরিচালনায় হ্যাপির পক্ষ প্রত্যাহার করলেন তার আইনজীবীদুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডের স্বপ্ন গুড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেলেন লাল সবুজের এই বাংলাকে; উচ্ছ্বাসে ভাসালেন দেশকে, প্রশংসায় ভাসলেন নিজে। রুবেলকে নিয়ে উচ্ছাসের এই জোয়ারে এবার চিত্রনায়িকা হ্যাপীর পক্ষে মামলা পরিচালনা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন তার আইনজীবী।বিশ্বকাপে অসাধারণ বোলিং পারফরমেন্সের কারণে রুবেলের বিপক্ষে লড়তে চান না বলে জানিয়েছেন বিয়ের নামে ‘প্রতারণার’ অভিযোগে জাতীয় ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া এই নায়িকার আইনজীবী কুমার দেবুল দে।

এ বিষয়ে সোমবার রাতেই সু্প্রিম কোর্টের এ আইনজীবী তার ফেসবুক ওয়ালে নিজের বক্তব্য তুলে ধরেন।

তিনি লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জ্ঞ্যাতার্থে জানাচ্ছি যে: একজন পেশাজীবী হিসাবে হ্যাপীর পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব নিয়েছিলাম। বাংলাদেশের এহেন সফলতায় রুবেলের বিপক্ষে মামলার লড়ার আমার আর ইচ্ছে নেই এবং তাই হ্যাপীর আইনজীবী হিসাবে এখুনি নিজের নাম প্রত্যাহার করে নিলাম। ভবিষ্যতে অত্র মামলাটি পরিচালনা করার জন্য হ্যাপীর পক্ষে অন্য কোন আইনজীবী নিয়োগ করা হলে আমার কোন আপত্তি নাই আর এখন থেকে আমি আর হ্যাপীর আইনজীবী নই। শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট দল!!!!’

ফেসবুকে দেওয়া হ্যাপির আইনজীবী কুমার দেবুল দে’র বক্তব্যএদিকে হাইকোর্টের একটি বেঞ্চে আগামী ৫ এপ্রিল রুবেলের শুনানি হওয়ার কথা রয়েছে।

বিশ্বকাপের আগে গেলো জানুয়ারীতে হ্যাপীর করা মামলায় তিন দিন জেলেও থাকতে হয়েছে রুবেলকে। পরে তিনি জামিনে মুক্তি পান এবং বিদেশে খেলতে যাওয়ার অনুমতি পান।

এরপর রুবেলের বিশ্বকাপে খেলতে যাওয়া ঠেকাতেও হাইকোর্টে গিয়েছিলেন ‘কিছু আশা কিছু ভালবাসা’ চলচ্চিত্রের নায়িকা নাজনীন আক্তার হ্যাপী। তবে আদালত তার সেই আবেদনে সাড়া দেয়নি।

ওই মামলা নিয়ে মাসখানেক ধরে তুমুল আলোচনার পর গত মাসের শুরুতে হ্যাপি জানান, রুবেলকে তিনি ‘ক্ষমা করে’ দিয়েছেন।

সোমবার বিদেশের মাটিতে রুবেল যখন দেশকে কোয়ার্টার ফাইনালে নিতে লড়ছেন, তার কৃতিত্বে ফেইসবুকে একের পর এক স্ট্যাটাস দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন হ্যাপী।

ম্যাচ জয়ের পর রুবেলের উদ্দেশ্যে ‘চুমু’ ছুড়ে দিয়ে হ্যাপী লেখেন, “আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি।”


আইন - আদালত বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
শিরমাল রুটি শিরমাল রুটি
ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা
আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন

রুবেল ঝড়ে হ্যাপি ‘আউট’!
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet