১০ দিনের রিমান্ডে ফারাবী

সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ফারাবীকে গ্রেফতার করে র‌্যাবব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যার ঘটনায় সোমবার আটক মামলার অন্যতম সন্দেহভাজন শাফিউর রহমান ফারাবীকে ১০ দিনের রিমান্ডে নেয়েছে ডিবি পুলিশ।ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম রেজাউল করিম মঙ্গলবার ফারাবীর ১০ দিনের এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ফারাবীকে আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য ডিবি পুলিশেরর এস আই সুব্রত গোলদার দশ দিনের রিমান্ড আবেদন করেন।

এরআগে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম আজ দুপুর সোয়া ১টায় সাংবাদিকদের জানান, ‘এ ঘটনায় আটক শাফিউর রহমান ফারাবী প্রাথমিক জিঙ্গাসাবাদে অভিজিৎ রায়কে হত্যার হুমকি দেওয়ার বিষয়টি স্বীকার করেছে।’

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে ফারাবীকে আটক করে র‌্যাব।

২৬ ফেব্রুয়ারি রাতে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে সঙ্গে নিয়ে অমর একুশে বইমেলা থেকে ফেরার পথে টিএসসি এলাকায় ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত রাফিদা আহমেদ বন্যা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। যুক্তরাষ্ট্রের নাগরিক অভিজিৎ রায়কে হত্যার ঘটনায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই এ হত্যাকাণ্ডের তদন্তে সহায়তা দেয়ার আগ্রহ প্রকাশ করেছে, যা স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

এ হত্যাকাণ্ডের ঘটনায় পরদিন শাহবাগ থানায় অজ্ঞাতসংখ্যক আসামী করে মামলা করেন তার বাবা শিক্ষাবিদ ড. অজয় রায়।


প্রধান সংবাদ বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
শিরমাল রুটি শিরমাল রুটি
ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা
আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন

১০ দিনের রিমান্ডে ফারাবী
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet