রবিবারের পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি, মঙ্গলবারেরটা ৬ মার্চ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ শনিবার এক সংবাদ সম্মেলনে পিছিয়ে দেওয়া পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেনবিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোটের ৭২ ঘণ্টার হরতালের কারণে ফের পিছিয়ে দেওয়া হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। পরিবর্তিত সময় অনুযায়ী রবিবারের পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি ও মঙ্গলবারের পরীক্ষা ৬ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।রাজধানীর হেয়ার রোডে নিজ বাসভবনে শনিবার বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

শিক্ষামন্ত্রী জানান, ২৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং ৬ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা দুটি অনুষ্ঠিত হবে।

বরাবরের মতো আবারও বিএনপি জোটের প্রতি আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পরীক্ষাগুলো পিছিয়ে দেওয়া হয়েছে। আশা করছি কারো না কারো বোধোদয় হবে। কারণ যে কর্মসূচি চলছে তা অমানবিক, পাশবিক, শিক্ষাবিরোধী ও জাতিবিরোধী।’

তিনি বলেন, ‘হরতালের কারণে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোসহ সব ধরনের প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঠিকমতো ক্লাস হচ্ছে না, পরীক্ষা হচ্ছে না। নতুন শিক্ষার্থীরা ভর্তি হতে পারছে না। এটা ৫ কোটি শিক্ষার্থীকে ক্ষতিগ্রস্ত করছে।’

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী রবিবার এসএসসিতে রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা/পৌরনীতি, ব্যবসায় উদ্যোগ; দাখিলে সাধারণ গণিত, কারিগরি ও দাখিল কারিগরিতে আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ (১৯২৮, ৮১২৮) বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল।

এ ছাড়া মঙ্গলবার এসএসসিতে ভূগোল ও পরিবেশ/ভূগোল, বাণিজ্যিক ভূগোল; দাখিলে বাংলা (অনিয়মিত পরীক্ষার্থীদের), বাংলা প্রথমপত্র; কারিগরি ও দাখিল কারিগরিতে নতুন সিলেবাসে ট্রেড-১ (দ্বিতীয়পত্র) ও পুরনো সিলেবাসে ট্রেড-১ (দ্বিতীয়পত্র) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

এ নিয়ে এসএসসি ও সমমানের প্রতিটি পরীক্ষাই পরিবর্তিত সময়ে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিল শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার এ পরীক্ষায় মোট শিক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন।


ক্যাম্পাস বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
শিরমাল রুটি শিরমাল রুটি
ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা
আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন

রবিবারের পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি, মঙ্গলবারেরটা ৬ মার্চ
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet