স্টিভ জবসকে নিয়ে নির্মিত ছবিতে কেট উইন্সলেট

স্টিভ জবসকে ঘিরে নির্মিত চলচ্চিত্রে জোয়ানা হফম্যান চরিত্রে দেখা যাবে কেট উইন্সলেটেকে।টাইটানিক খ্যাত নায়িকা কেট উইন্সলেট এবারে গুরুত্বপুর্ণ এক চরিত্রে অভিনয় করছেন। অ্যাপেল এর সহ-প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবসকে ঘিরে নির্মিত চলচ্চিত্রে কেট উইন্সলেটেকে দেখা যাবে ম্যাকিনটশের প্রাক্তন বিপণন প্রধান জোয়ানা হফম্যান চরিত্রে। এরই মধ্যে সানফ্রান্সিসকোতে প্রস্তুতি নিতে শুরু করেছেন ৩৯ বছর বয়সী আস্কারজয়ী এই অভিনেত্রী।

এতদিন ছবিটির অভিনয় শিল্পীদের নিয়ে কম গুঞ্জন আর জল্পনা হয়নি। অবশেষে নির্মাণ প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স আনুষ্ঠানিকভাবে অভিনয় শিল্পীদের তালিকা প্রকাশ করেছে।

স্টিভ জবসের নাম ভূমিকায় অভিনয় করছেন মাইকেল ফাসবেন্ডার।এতে জবসের ভূমিকায় থাকছেন মাইকেল ফাসবেন্ডার। জবসের প্রাক্তন প্রেমিকা ক্রিস্যান ব্রেনান চরিত্রে ক্যাথেরিন ওয়াটারস্টন, ম্যাক প্রস্তুতকারীদের অন্যতম সদস্যের ভূমিকায় মাইকেল স্টালবার্গ আর অ্যাপেলের প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তার চরিত্রে থাকবেন জেফ ড্যানিয়েলস।

জবসের মেয়ে লিসার বিভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করবেন তিন অভিনেত্রী ম্যাকেঞ্জি মস, রিপ্লি সোবো ও পার্লা হ্যানি জার্ডিন। এছাড়াও ছবিটিতে অভিনয় করবেন সেথ রোজেন, সারাহ স্নুক ও অ্যাডাম শাপিরো। ছবিটি পরিচালনা করবেন ‘স্লামডগ মিলিয়নিয়ার’ খ্যাত ড্যানি বয়েল।

২০১১ সালে প্রকাশিত ওয়াল্টার ইসাকসনের আত্মজীবনী অবলম্বনে এর চিত্রনাট্য লিখেছেন অ্যারন সরকিন। এতে তুলে ধরা হবে জবসের তরফ থেকে ম্যাক, নেক্সট কম্পিউটার ও অ্যাপেল আইম্যাকের ঘোষণা দেওয়ার পরের গল্প।

কেট উইন্সলেটকে সর্বশেষ গত বছর ‘ডাইভারজেন্ট’ ছবিতে দেখা গেছে। এর নতুন কিস্তি ‘ইনসারজেন্ট’ (২০ মার্চ, ২০১৫) ছবিতেও দেখা যাবে তাকে।

এ বছর ব্রিটিশ এই তারকার ‘অ্যা লিটল কেও’ (১৭ এপ্রিল), ‘ট্রিপল নাইন’ (১১ সেপ্টেম্বর) এবং ‘দ্য ড্রেসমেকার’ (১ অক্টোবর) ছবিগুলোও মুক্তি পাবে।


আলোচিত বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
শিরমাল রুটি শিরমাল রুটি
ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা
আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন

স্টিভ জবসকে নিয়ে নির্মিত ছবিতে কেট উইন্সলেট
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet