খালেদা জিয়ার উপদেষ্টা গুলিবিদ্ধ, গাড়ীতে আগুন

---ঢাকা: দুর্বৃত্তের গুলিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, সন্ধ্যার পরে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করে বাসায় ফিরছিলেন তিনি। গুলশান-২ এলাকায় হোটেল ওয়েস্টিনের সামনে যাওয়ার পর রাত পৌণে ৯টার দিকে দুর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায়।

তার কোমর ও পায়ে চারটি গুলি লেগেছে বলে জানা গেছে। এর মধ্যে কোমরের নিচের অংশে দুটি ও পায়ে দুটি গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে দ্রুত তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। দুর্বৃত্তরা তার গাড়িতে আগুনও দিয়েছে বলে জানান তিনি।

রিয়াজ রহমানের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আলম জানান, কারা কেন তাকে গুলি করলো সেটা খতিয়ে দেখা হচ্ছে। তার শরীরে কয়টি গুলি লেগেছে তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।

এদিকে চিকিৎসকের বরাত দিয়ে রিয়াজ রহমানের মেয়ে জানান, তার বাবা এখন আশঙ্কামুক্ত।

এঘটনার নিন্দা জানিয়ে খালেদা জিয়া বলেছেন, সরকারের সর্বোচ্চ পর্যায়ের উস্কানিতে এই হামলা হয়েছে।

এক বিবৃতিতে তিনি আরও বলেন, “রাতে আমাকে অবরুদ্ধ অবস্থায় দেখে বাড়ি ফেরার পথে পুলিশ বেষ্টনির অদূরে রিয়াজ রহমানের ওপর এই কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা চালানো হয়। এই ন্যক্কারজনক ঘটনায় আমি যুগপৎ ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। এই হামলা ও প্রাণনাশের অপচেষ্টার নিন্দা ও প্রতিবাদের কোনো ভাষা নেই।”

গত ৫ জানুয়ারি খালেদা জিয়া অবরোধ ডাকার পর থেকে ঢাকায় এই পর্যন্ত অর্ধশত গাড়িতে আগুন দেওয়া হয়েছে।


প্রধান সংবাদ বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন
দল মনোনীত ২৩০ জনকে চিঠি দেওয়া হচ্ছে: ওবায়দুল কাদের দল মনোনীত ২৩০ জনকে চিঠি দেওয়া হচ্ছে: ওবায়দুল কাদের
স্কুলগুলোর ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ স্কুলগুলোর ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ
‘প্রধানমন্ত্রী সত্যিই আপনি অসাধারণ’ ‘প্রধানমন্ত্রী সত্যিই আপনি অসাধারণ’
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি মিলবে: স্বরাষ্ট্রমন্ত্রী গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি মিলবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আবিদের পাশেই চিরশায়িত হবেন স্ত্রী আফসানা আবিদের পাশেই চিরশায়িত হবেন স্ত্রী আফসানা
বর্ণিল উৎসবে অর্জনের উদযাপন বর্ণিল উৎসবে অর্জনের উদযাপন

খালেদা জিয়ার উপদেষ্টা গুলিবিদ্ধ, গাড়ীতে আগুন
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet