তামাশার নির্বাচন বললেও জয়ী হয় বিএনপি : ওবায়দুল কাদের

ফাইল ছবি প্রতিটি নির্বাচনকে তামাশার নির্বাচন বলে জয়ী হয়েছে বিএনপি, মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে মাদারীপুরে কাজীরটেক এলাকায় আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিত সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাজের অগ্রগতি দেখতে এসে মন্ত্রী এ কথা বলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ‘তারা (বিএনপি) প্রতিটি নির্বাচনকে তামাশা বলেছে। এর আগে নয়টি সিটি করপোরেশন নির্বাচনে অফিশিয়ালি আওয়ামী লীগের কোনো প্রার্থী কোথাও জেতেনি। সাতটিতে বিএনপির প্রার্থী জয়ী হয়েছে। দুটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীরা নয়টির মধ্যে একটিতেও জেতেনি। তার পরও আমরা ইলেকশন দিয়েছি।’

কারণ হিসাবে মন্ত্রী বলেন, ‘নাগরিক সেবা থেকে ঢাকা সিটির মানুষ অনেক দিন ধরে বঞ্চিত। তারা আরো নাগরিক সেবা চায়। দখল-দূষণে ঢাকা সিটির অবস্থা খুবই খারাপ। এই দখল-দূষণ থেকে রক্ষার জন্য, একটা আধুনিক মেগাসিটি গড়ে তোলার লক্ষ্যে এবং নাগরিক সুবিধা যাতে ঢাকা সিটির মানুষ আরো বেশি করে পায়, সে জন্য নির্বাচন দেওয়া হয়েছে।’

মন্ত্রী আরো জানান, সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর অধিকাংশ কাজ শেষের পথে। আগামী জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর উদ্বোধন করবেন।

মন্ত্রী এ সময় সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করেন।


খুলনা বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
শিরমাল রুটি শিরমাল রুটি
ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা
আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন

তামাশার নির্বাচন বললেও জয়ী হয় বিএনপি : ওবায়দুল কাদের
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet