শতাধিক হতাহতের শঙ্কা

মংলায় সিমেন্ট কারখানার ছাদ ধস, ৬ শ্রমিকের লাশ উদ্ধার

বাগেরহাটের মংলায় আজ বৃহস্পতিবার দুপুরে সেনাকল্যাণ সংস্থার সিমেন্ট কারখানার নির্মাণাধীন চারতলা ভবনধসে অন্তত পাচজন নিহত হয়েছেন ও শতাধিক হতাহতের আশংকা করা হচ্ছে। ছবি : ফোকাস বাংলা

বাগেরহাটের মংলা সেনাকল্যাণ সংস্থার এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট ফ্যাক্টরির নির্মাণাধীন একটি ভবন ধসে শতাধিক শ্রমিকের হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ইতোমধ্যে পাঁচ শ্রমিকের লাশ উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

এছাড়া জীবিত অবস্থায় অন্তত ৩০ জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার বেলা ১টার দিকে ভবনটির চার তলার নির্মাণ কাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশসহ নৌবাহিনী, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উদ্ধার কাজে অংশ নিচ্ছেন।ঘটনাস্থল থেকে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ নাজমূল হাসান ও মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বৃহস্পতিবার বিকাল ৪ টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

মংলার পশুর নদীর তীরে মংলা সিমেন্ট ফ্যাক্টরি- ফাইল ছবিতারা জানান, সেনাকল্যাণ সংস্থার এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট ফ্যাক্টরির নির্মাণাধীন বড় ধরনের একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। হঠাৎ বৃহস্পতিবার দুপুরে ভবন ধসের ঘটনা ঘটে। তবে ভেতরে কত লোক আটকে আছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য তারা দিতে পারেননি।

এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধার হওয়া শ্রমিকরা জানান, সেনা কল্যাণ ভবনের নির্মাণাধীন ১০ নম্বর ভবনের চতুর্থ তলার ছাদের ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় ভবনটিতে ১৮০ শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ ভবনটি ধসে পড়ে।

তারা আরও জানান, আহত অন্তত ৩০ শ্রমিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা ভেতরে আটকা পড়েছেন।

বাগেরহাট ফায়ার স্টেশনের দায়িত্বরত ফায়ারম্যান শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গেছেন।

সেনা কল্যাণ সংস্থার মালিকানায় ১৯৯৪ সালে পশুর নদীর তীরে মংলা ইপিজেডের কাছে প্রতিষ্ঠিত মংলা সিমেন্ট ফ্যাক্টরি এলিফ্যান্ট ব্র্যান্ড নামে সিমেন্ট বাজারজাত করে থাকে।


খুলনা বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
শিরমাল রুটি শিরমাল রুটি
ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা
আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন

মংলায় সিমেন্ট কারখানার ছাদ ধস, ৬ শ্রমিকের লাশ উদ্ধার
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet