পেট্রোল বোমায় দগ্ধ হলে কী করবেন?

প্রতিকী ছবিযেকোনো মুহূর্তেই ভয়ানক পেট্রলবোমায় আক্রান্ত হতে পারি আমি-আপনি অথবা যে কেউই। তাই নিজেদের প্রয়োজনেই আগুনে পোড়ার চিকিৎসা সম্পর্কে কিছু তথ্য জেনে রাখা অত্যাবশ্যকীয়। তথ্যগুলো জেনে রাখলে কিংবা অন্যকে জানাতে সাহায্য করলে বেঁচে যেতে পারে আপনার বা আরও কয়েকজনের মূল্যবান জীবন।

সামান্য ঝলসে বা পুড়ে গেলে কী করবেন?
. শরীরের পুড়ে যাওয়া স্থানটি অপেক্ষাকৃত ঠান্ডা রাখুন, এতে ব্যথা এবং জ্বালা-পোড়া কিছুটা উপশম হবে। স্বাভাবিক তাপমাত্রার পানি প্রবাহে ১০ থেকে ১৫ মিনিট রাখুন। এতে প্রদাহ অনেকখানি কমে আসবে।
. কোনো প্রকার অলংকার থাকলে তা সতর্কতার সঙ্গে খুলে ফেলুন। অলংকার থাকলে তা চামড়ায় লেগে চামড়া উঠে গিয়ে সংক্রমণের সম্ভাবনা থাকবে।
. ফোসকা পড়লে তা ফাটানোর চেষ্টা করবেন না। যদি ফোসকা ফেটে যায় তবে তা পরিষ্কার পানি দিয়ে ধোয়ে বার্নল বা বার্ন ক্রিম বা অ্যান্টিবায়োটিক ক্রিমের প্রলেপ দিয়ে রাখুন। পারলে তা ননস্টিকি গজ-ব্যান্ডেজ দিয়ে মুড়ে দিন।
. ময়শ্চারাইজিং লোশন বা অ্যালোভেরা লোশন/জেল বা লো-ডোজ হাইড্রোকর্টিসোন ক্রিম শরীরের পোড়া অংশে প্রলেপ দিয়ে রাখুন।
. ব্যথার জন্য নাপ্রোক্সেন/আইব্রোফেন বা এজাতীয় ওষুধ রোগীকে খাইয়ে দিন।
. টিটেনাস ভ্যাকসিন না নেওয়া থাকলে একটি ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করুন। পূর্বে দেওয়া থাকলে প্রয়োজন নেই।
. ফোসকা বেশি এবং বড় হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

বেশি পুড়ে গেলে কী করবেন?
. রোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করুন।
. পোড়া বেশি হলে প্রয়োজনীয় লাইফ সাপোর্ট ও প্রাথমিক চিকিৎসা দিয়ে অতি দ্রুত বিশেষায়িত হাসপাতালে প্রেরণ করুন।
হাসপাতালে নেওয়ার পূর্ব পর্যন্ত কিছু প্রাথমিক ব্যবস্থা অবশ্যই নিতে হবে
. রোগীর শরীর যাতে আর কোনো প্রকার ক্ষতির সম্মুখীন না হয়, সেদিকে খেয়াল রাখুন।
. শরীরের পোড়া অংশে যাতে কোনো প্রকার ময়লা, বালি বা সংক্রমণজাতীয় কিছু না লাগে সেদিকে খেয়াল রাখুন।
. শরীরের সঙ্গে পুড়ে যাওয়া কাপড় তোলার চেষ্টা করবেন না।
. রোগীর শ্বাসপ্রশ্বাস নেওয়া, কাশি দেওয়া বা নড়াচড়া খেয়াল করুন। রোগী যাতে শকে না যায় সেদিকে নজর রাখতে হবে।
. শরীরে কোনো ধরনের জুয়েলারি বা অলংকার থাকলে তা খুব সতর্কতার সঙ্গে দ্রুত সরিয়ে ফেলুন।
. কোনোভাবেই শরীরের অত্যধিক পুড়ে যাওয়া অংশে পানি লাগাবেন না। এতে শরীর তাপমাত্রা হারাবে (হাইপোথারমিয়া) বা ব্লাড-প্রেশার কমে গিয়ে রোগী শকে চলে যাবে।
. শরীরের পোড়া অংশ ওপরে তুলে (রোগীর হৃৎপিণ্ডের উচ্চতায়) রাখতে হবে।
. পরিষ্কার ভালো শুকনো কাপড় দিয়ে পোড়া অংশ হালকাভাবে ঢেকে দ্রুত নিকটস্থ হাসপাতালে প্রেরণ করুন।
. নিকটস্থ হাসপাতালে দগ্ধ রোগীর সেবা পাওয়া না গেলে সেখান থেকে প্রয়োজনীয় প্রাথমিক সেবা নিয়ে অতি দ্রুত বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করুন।
. পোড়া রোগীর চিকিৎসা যত দ্রুত শুরু করা সম্ভব হবে, ততই বেশি হবে রোগীর আরোগ্য লাভের সম্ভাবনা।


শীর্ষ খবর বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
শিরমাল রুটি শিরমাল রুটি
ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা
আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন

পেট্রোল বোমায় দগ্ধ হলে কী করবেন?
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet