প্রশ্ন ফাঁস ঠেকাতে সার্বক্ষণিক পর্যবেক্ষণে ফেসবুক

---এসএসসি পরীক্ষা উপলক্ষে গত মাসের ২৯ তারিখ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। জানিয়েছেন নিয়ন্ত্রণ কক্ষের ইনচার্জ মন্ত্রণালয়ের উপসচিব (মাধ্যমিক) গৌতম কুমার।

গৌতম কুমার বলেন, “কম্পিউটার প্রোগ্রামাররা নিয়ন্ত্রণ কক্ষে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগের ওয়েবসাইট সার্বক্ষণিক মনিটর করছে। প্রশ্নের নামে বিভিন্ন পাতার ইউআরএল থেকে তা ডাউনলোড করা হচ্ছে। এ পর্যন্ত ২-৩টি ইউআরএল বন্ধ করে দেওয়া হয়েছে।”

সচিবালয়ে ৬ নম্বর ভবনে শিক্ষা মন্ত্রণালয়ের ১৭২২ নম্বর কক্ষে খোলা পরীক্ষা সংক্রান্ত এই নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর: ৯৫৪৯৩৯৬ ও ০১৭৭৭৭০৭৭০৫, ০১৭৭৭৭০৭৭০৬। এছাড়া, সার্বক্ষণিক যে কেউ নিয়ন্ত্রণ কক্ষের ই-মেইল examcontrolroom@moedu.gov.bd এ যোগাযোগ করতে পারবে।

নিয়ন্ত্রণ কক্ষের ইনচার্জ বলেন, “সংশ্লিষ্ট ফোন নম্বর এবং ইউআরএল বিটিআরসি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সরবরাহ করা হচ্ছে। পরীক্ষার দিনগুলোয় নিয়ন্ত্রণ কক্ষে চারজন করে দায়িত্ব পালন করবে। অভিযুক্ত যেকোন নম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়া হবে। আইন-শৃঙ্খলা বাহিনী মোবাইল ট্র্যাক করে অভিযুক্তকে শনাক্ত করতে পারবে”

তিনি আরও বলেন, “এবার প্রশ্ন ফাঁসের কোনো গুজব নেই। পুলিশ এবং র‍্যাব সার্বক্ষণিক সহায়তা করছে।”

নিয়ন্ত্রণ কক্ষে ভাল রেসপন্স পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (মাধ্যমিক-২) রুহী রহমান।

রুহী রহমান বলেন, “পরীক্ষার সময় প্রয়োজনে ২৪ ঘণ্টা নিয়ন্ত্রণ কক্ষ খোলা রাখা হবে।”

যুগ্মসচিব (মাধ্যমিক-১) জাকির হোসেন ভুঁঞা বলেন, “ফেসবুকে যে লিঙ্ক আসছে তা ডাউনলোড করে বিটিআরসিকে জানানো হচ্ছে। প্রশ্নের নামে যে লিঙ্ক পাওয়া যাচ্ছে তা বানান ভুল এবং পাঠ্যবইয়ের সঙ্গে সঙ্গতি নেই। বিভ্রান্তি ছড়ানোর জন্য এগুলো করা হচ্ছে।”

উল্লেখ্য, প্রায় ১৫ লাখ শিক্ষার্থী নিয়ে গত ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও চার দিন পিছিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে তা শুরু হওয়ার কথা রয়েছে। বিএনপি জোটের অবরোধ-হরতালের কারণে প্রথম দু’দিনের ১২টি বিষয়ের পরীক্ষা পেছানো হয়।


ক্যাম্পাস বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
শিরমাল রুটি শিরমাল রুটি
ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা ঢাকায় রবীন্দ্রনাথ ও বুড়িগঙ্গা
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা
আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন

প্রশ্ন ফাঁস ঠেকাতে সার্বক্ষণিক পর্যবেক্ষণে ফেসবুক
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet