শিক্ষার্থীদেরকেও কি তারা ছাড় দেবে না : শিক্ষামন্ত্রী

ছবি- দ্যা রিপোর্টশিক্ষার্থীদের ওপর যারা হামলা ও নাশকতা করছে তারা মানুষ না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রবিবার দুপুরে রাজধানীতে বাসে আগুনের ঘটনায় দগ্ধ ইডেন কলেজের ছাত্রীদের দেখতে গিয়ে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।

চলমান অবরোধে বিরামহীন নাশকতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তারা যেখানে-সেখানে হামলা চালাচ্ছে। শিক্ষার্থীরা তো স্কুল-কলেজে যাবেই। কিন্তু তাই বলে কি তাদেরকেও ছাড় দেবে না। যারা শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা করছে তারা মানুষ না।’

এ সময় শিক্ষার্থীদের ওপর হামলা বন্ধ করতে আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, ‘যারা এ ধরনের আন্দোলন করছে, তাদের এ আন্দোলন জনগণের কল্যাণে নয়। যদি জনগণের কল্যাণেই হতো তাহলে আন্দোলনের নামে মানুষ মারা হতো না।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘নাশকতার ফলে সময়মতো পাঠ্যবই বিতরণ সম্ভব হচ্ছে না। এতে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। এ ধরনের কাজ অব্যাহত থাকলে দেশ ও জাতি ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে। সহিংসতাকারীদের মধ্যে মানবিক মূল্যবোধ জেগে উঠুক।’

সাংবাদিকদের এক প্রশ্নের নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘এগুলো (নাশকতা) বন্ধ করতে আমরা কী করব? যারা করছে তাদেরই বন্ধ করতে হবে। তারা কি চায়? শুধু মানুষ পুড়ে মারছে। এ ধরনের কাজ বন্ধ করতে আইনগত যে ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হবে। কাউকে রেহাই দেওয়া হবে না।

এর আগে জাতীয় সংসদ ভবনের খেজুর বাগান এলাকায় বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে রবিবার দুপুরে দগ্ধ হয় ইডেন কলেজের দুই ছাত্রী। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়াও জ্বলন্ত বাস থেকে নামতে গিয়ে পায়ে আঘত প্রাপ্ত হয় একই কলেজের আরও দুই ছাত্রী।

দগ্ধ ওই দুই ছাত্রী হলো যুথি আক্তার (১৯) ও সাথী আক্তার (১৯)। আর আহত দুই ছাত্রী হলো মাইমুনা আক্তার (১৮) ও মুক্তি (১৯)।

এদিকে দুপুরে দগ্ধ যুথি আক্তার ও সাথী আক্তারকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।


ক্যাম্পাস বিভাগের আরো খবর...
শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন শেখ হাসিনাকে নিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন
৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা ৩০০ আসনে মহাজোটের প্রার্থী যারা
বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা বিদেশি পর্যবেক্ষক আনতে অন অ্যারাইভাল ভিসা
আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি আ. লীগের যেসব হেভিওয়েট নেতা মনোনয়ন পাননি
গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ গণফোরামে যোগ দিলেন আ’লীগের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ
ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি ঘোষণা ছাড়াই মনোনীত প্রার্থীদের চিঠি দিচ্ছে বিএনপি
আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা আ. লীগের মনোনয়ন পেলেন যেসব তারকা
আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন আওয়ামী লীগের মনোনয়ন যারা পেলেন
দল মনোনীত ২৩০ জনকে চিঠি দেওয়া হচ্ছে: ওবায়দুল কাদের দল মনোনীত ২৩০ জনকে চিঠি দেওয়া হচ্ছে: ওবায়দুল কাদের
স্কুলগুলোর ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ স্কুলগুলোর ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ

শিক্ষার্থীদেরকেও কি তারা ছাড় দেবে না : শিক্ষামন্ত্রী
(সংবাদটি ভালো লাগলে কিংবা গুরুত্ত্বপূর্ণ মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন।)
tweet